শিরোনাম

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৪ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলের দুঃসাহসের জন্য সামরিক সংঘাত শুরু হতে পারে, সতর্ক করল ইরান

রাশিদ রিয়াজ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, ইসরায়েল সিরিয়ায় যে সামরিক হামলা চালিয়ে বিপজ্জনক দুঃসাহস দেখাচ্ছে তাতে গোটা মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত শুরু হতে পারে। সুইস পত্রিকা জেইতুং পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের পক্ষ থেকে দুঃসাহস দেখানো হচ্ছে এবং দুঃসাহস সবসময় বিপজ্জনক। জাওয়াদ জারিফ আরো বলেন, সিরিয়া সরকারের আমন্ত্রণে ইরান সেখানে সামিরক উপদেষ্টা পাঠিয়েছে, কিন্তু ইসরায়েল মাঝেমধ্যেই লেবানন ও সিরিয়ার আকাশসীমা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাতের বিষয়ে জানতে চাইলে জাওয়াদ জারিফ বলেন, আমি মনে করি না এটা হতে যাচ্ছে, তবে আমরা এর আশঙ্কা একদম নাকচও করছি না। এর আগে, জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে জারিফ বলেছেন, ইসরায়েল যুদ্ধ শুরুর চেষ্টা করছে এবং ইসরায়েল ও আমেরিকার তৎপরতার কারণে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশংকা জোরদার হচ্ছে। সে সময় তিনি আরো বলেছিলেন, ইরানে হামলা করলে তা হবে আত্মঘাতী। প্রেসটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়