শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৫ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সা থেকে রাকিটিচকে কেনার কথা ভাবছে ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক : ক্যাম্প ন্যু ছেড়ে হয়তো শিগগিরই ইতালিতে পাড়ি জমাতে পারেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ। তাকে বেচে দিচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ফুটবল পাড়ায় এ গুঞ্জন নতুন কিছু নয়। তাকে কিনতে অনেক দিন থেকেই চেষ্টা করে যাচ্ছে ইংলিশ ক্লাব চেলসি। তবে ইতালিয়ান গণমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তের খবর, এ ক্রোয়েশিয়ানকে কেনার অনেক কাছাকাছি চলে এসেছে ইন্টার মিলান।

বার্সেলোনার সঙ্গে এ নিয়ে কয়েক দফা আলোচনা করেছেন ইন্টারের প্রধান নির্বাহী গিউসেপ্পে মারোত্তা এবং পরিচালক পিয়েরো আসিলিও। এবং ৩৪ মিলিয়ন পাউন্ডে এ ডিল অনেকটাই এগিয়ে এসেছে। এর আগে ক্লাবটি ৩০ মিলিয়ন পাউন্ড অফার দিয়েছিল। তবে বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমিউ তাকে ৩৯ মিলিয়ন পাউন্ডের নিচে বেচতে রাজি হচ্ছিলেন না।

সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও দুই একদিনের মধ্যেই হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। আর তা হলে গ্রীষ্মের দলবদলেই নতুন ঠিকানায় নাম লেখাবেন রাকিটিচ। বেতন সংক্রান্ত ব্যাপারেও আলোচনা এগিয়েছে। সানসিরোতে এলে রাকিটিচকে বাৎসরিক ৪.৭ মিলিয়ন পাউন্ড বেতন দিবে ইন্টার। কমপক্ষে তিন বছরের চুক্তি করতে চায় দলটি।

রাকিটিচের ব্যাপারে এর আগে ব্যাপক আগ্রহ দেখিয়েছিল চেলসি। এছাড়া ইতালির আরেক ক্লাব জুভেন্টাস ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও ছিল আলোচনায়। মূলত আয়াক্স ফ্রাঙ্কি ডি ইয়ংকে কেনার পর থেকেই বার্সেলোনায় রাকিতিচের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এছাড়াও খেলোয়াড় কিনতে গত দুই বছরে ৫০০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেছে ক্লাবটি। লক্ষ্যে আছে আরও বেশ কিছু খেলোয়াড়। তাই ঘাটতি পোষাতে কিছু খেলোয়াড়কে বেচতে চাইছে তারা।

আর ইতালিয়ান লিগে অনেক দিন থেকেই সাফল্য পাচ্ছে না ইন্টার। তাই আবার নিজেদের চেনা ছন্দে ফিরে আসতে ভালো দল গড়ার পরিকল্পনায় নেমেছে দলটি। রাকিটিচ দলে টানতে পারলে তার অনেকটাই পূরণ হবে। এছাড়াও আগামী গ্রীষ্মে অ্যাতলেটিকো মাদ্রিদের দিয়েগো গডিনকে পাচ্ছে দলটি। চলতি মৌসুম শেষে অ্যাতলেটিকোর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে গডিনের। তাই তাকে ফ্রি এজেন্ট হিসেবেই পাচ্ছে দলটি। ডেইলি স্টার, ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়