শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৭ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজারে নিহতদের প্রতি আল্লামা মাসঊদের শোক ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

ইউসুফ আলী বাচ্চু : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, পুরান ঢাকার চকবাজারে লাগা আগুনে পুড়ে নিহতদের প্রতি আমরা গভীর শোক জানাই। আল্লাহ তাআলা তাদের পরকালকে সুন্দর করে দিন। ক্যামিক্যাল গোডাউনগুলো নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়ের দাবি।

২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষতিগ্রস্থ ও আহতদের পাশে দাঁড়াবার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় আমরা মর্মাহত। সরকারসহ সব বিত্তবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো। সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়ানো বড় ইবাদত।

আবাসিক এলাকায় ক্যামিক্যাল গোডাউন নিয়ে ভাবার সময় এসেছে দাবি করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, রাজধানীতে কোনটা আবাসিক এড়িয়া আর কোনটা ব্যসায়িক অঞ্চল তা বোঝা বড় দায়। সরকারের উচিত, অন্তত বিপজ্জনক ক্যামিক্যাল জাতীয় জিনিসের পৃথক অঞ্চল ঘোষণা করা। মানুষের জীবন সবার আগে।

পুরান ঢাকার চকবাজারে লাগা আগুন লাগার বিষয়ে তদন্তের দাবি জানিয়ে মাওলানা মাসঊদ বলেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আসল ঘটনা বের করে আনতে হবে। কী কারণে আগুন লেগেছে।

আল্লামা মাসঊদ বলেন, বার বার কেন পুরান ঢাকায় আগুন লাগছে, চট্টগ্রামের বস্তিতে বড় আগুন লাগার ঘটনা ঘটছে। তা খতিয়ে দেখা উচিত। আগুনের মতো ভয়াবহ এই ঘটনার নেপথ্য নায়কদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়