শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫১ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত এক বছরে অগ্নিকাণ্ডের ঘটনা ১৯ হাজার

নুর নাহার : গত বছর বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ১৯ হাজার ৬৪২টি।এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে রাজধানীতে। ৩ হাজার ১০৮টি দুর্ঘটনা ঘটেছে সিগারেটের আগুন থেকে। সময় টিভি।

বাংলাদেশে দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর বলছে, আমাদের দেশে অগ্নিকাণ্ডের ঘটনার ১৫ শতাংশ সিগারেটের টুকরা থেকে ঘটে।

২০১৮ সালে ৮ হাজার ৪৬১টি আবাসিক ভবনে আগুন লাগে এর ২০৮৮টি ঢাকায়, চট্টগ্রামে ২৮৫ ও রাজশাহীতে ১১৬টি। ৫০৮টি নৌ দুর্ঘটনার মধ্যে ঢাকায় ১৯৫টি, চট্টগ্রামে ৫৪ ও খুলনায় ৪০টি। এসবের মধ্যে শুধুমাত্র ঢাকায় প্রাণ হারায় ১২১ জন।

২০১৮ সালে পুড়েছে মোট ৫৫ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ২৯৫ টাকার মালামাল। চলতি বছরের ১৪ জানুয়ারি বগুড়া জেলা স্কুলের গুদাম ঘরে আগুন লেগে অষ্টম ও নবম শ্রেণির প্রায় সাড়ে তিন হাজার পাঠ্যবই ও খাতা পুড়ে যায়। কিন্তু গুদামে বৈদ্যুতিক কোনো লাইন ছিলো না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী আহমেদ খান গণমাধ্যমকে বলেন, ‘আগুন লাগার জন্য এটা খুবই তুচ্ছ ব্যাপার। খামখেয়ালীর কারণে আমরা মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছি, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছি। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর পরেও যদি কেউ সিগারেট খায় অবশ্যই তাকে নিজ দায়িত্বে আগুন নেভাতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়