শিরোনাম

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৬ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার জনগণকে বোকা ভাবছে কারণ তারা রাস্তায় নামছে না, বলেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান

কেএম নাহিদ: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, বর্তমান সরকার মনে করছে জনগণ যেহেতু আমাদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করে নাই তবে আমরা বৈধ। তিনি বলেন পাকিস্তান আমলে আইয়ুব সরকারের বিরুদ্ধে বিচারপতি মোহাম্মদ মনির একটা রায়ে বলেছিলেন সামরিক বাহিনীর কাজতো সরকার চালানো না। যেহেতু তারা সরকার চালাচ্ছে এবং জনগণ বিদ্রোহ করছে না, অতএব মৌনতা সম্মতির লক্ষণ,বর্তমান মহাজোট সরকারের অবস্থা দাঁড়িছে আইয়ুব সরকারের মতো। সরকার জনগণকে বোকা ভাবছে। কারণ তারা রাস্তায় নামছে না। বুধবার সময় টেলিভিশনের সম্পাদকীয় অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, এসরকার একদলীয় শাসনের ফলে আমাদের দুটি বিষয় বললে পরিস্কার হয়ে যাবে এক.সবাই বলছে আমাদেও নির্বাচনে ভারতের প্রভাব আছে,দেশে এখন ভারতের সহায়তায় বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে,আমরা ভারত থেকে যতো আমদানি করছি,সেই রকম কি রফতানি করতে পারছি। আর এটি বিষয় হলো রোহিঙ্গাদের তাদের দেশে পাঠাতে আমরা কি কেনো কার্যকরি প্রক্ষেপ নিচ্ছি না কেনো এটা জাতি জানতে চায়। তিনি বলেন, আমরা এখন প্রশ্ন হলো বিএনপি কেনো আন্দোলন করছে না কেনো আমি বলবো বিএনপির নেতৃত্বহীনতায় ভুকছে তারা সঠিক নেতৃত্ব পাচ্ছে না। আকাশ নেতৃত্ব দিয়ে দল চলে,তবে আন্দোলন চলে না। তবে আমাদের নির্বাচন প্রসঙ্গে জাতীয় মতঐক্যে পৌঁছা দরকার ছিলো। দূরভাগ্য আমরা সেই জায়গাতে পৌঁছাতে পারলাম না।

তিনি বলেন এটা ঠিক দেশে গণতন্ত্র প্রয়োজন আছে, কারণ যেসব দেশে এ দলীয় শাসন দীর্ঘায়িত হয়েছে সেসব দেশে বিস্ফোরণ আকার ধারণ করে এবং তা এক সময় নিয়ন্ত্রণ করা যায় না। উদাহরণ দক্ষিণ আমেরিকায় মধ্য আমেরিকা মেক্সিকোতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়