শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৭ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রমাণ ছাড়াই ভারত দোষ চাপিয়ে দিচ্ছে: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: ইমরান খানের মন্তব্যের সমর্থনে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহীদ আফ্রিদি। তার মতে, কোনও তথ্য-প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানের দিকে উপর দোষ চাপিয়ে দিচ্ছে। গত বৃহস্পতিবার পুলওয়ামায় যে জঙ্গি হামলা হয়েছিল তাতে ৪০ জন সিআরপিএল জওয়ান শহীদ হয়। তা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে সম্পকের্র অবনতি ঘটেছে।

পাকিস্তানের সাংবাদিকদের আফ্রিদি বলেন, ‘‘কোনও প্রমাণ ছাড়াই ওরা সরাসরি সব দোষ পাকিস্তানের উপর চাপিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী ইমরান খান এই বিষয়ে আগেই পরিষ্কার করে তার মতামত জানিয়েছিলেন। সেখানে তিনি ভারত, ছাড়াও আফগানিস্তান, ইরানও চিনের সঙ্গে সম্পর্ক ভাল করার কথা বলেছিলেন।''

১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ে আত্মঘাতি হামলা চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের জঙ্গি গোষ্টী জইশ-ই-মহম্মদ।

এই হামলার পর পাকিস্তান প্রিমিয়ার লিগের সম্প্রচারের দায়িত¦ থেকে সরে দাঁড়ায় ভারতীয় সংস্থা আইএমজি-রিলায়েন্স। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে চলছে এই টুর্নামেন্ট।

সেই বিষয়ে আফ্রিদি বলেন, কঠিন সময়েই মানুষ বন্ধু চিনতে পারে। এবং শিক্ষিত মানুষরা এমন ব্যবহার করে না।
তিনি বলেন, ‘কঠিন সময়েই তুমি চিনতে পারবে কে তোমার বন্ধু। ওরা বিশ্বকে কী দেখাতে চাইছে যে ওরা শিক্ষিত? শিক্ষিত মানুষেরা এরকম ব্যবহার করে না।’

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দিয়েছে অনেকেই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও জানিয়ে দিয়েছে সরকার অনুমতি না দিলে তারা পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে খেলবে না।

এর আগে ইমরান খান বলেছিলেন, এরকম আক্রমণ করে পাকিস্তানের কোনও লাভ নেই। এর সঙ্গে তিনি জুড়ে দেন, ভারত যদি আক্রমণ করার চেষ্টা করে তা হলে পাল্টা দেবে পাকিস্তান। তার মতে, কথা বলে এই সমস্যার সমাধান উচিৎ।

ইমরান খান বলেছিলেন, ‘ভারত পাকিস্তানকে কোনও তথ্য ছাড়াই দোষারোপ করছে। যদি তোমাদের কাছে কোনও প্রমাণ থাকে তা হলে আমরা দেখব। এটা আমাদের জন্য, আমরা চাইব না কেউ আমাদের দেশ থেকে আতঙ্ক ছড়াক। আমি ভারত সরকারকে বলছি, যদি এই আক্রমণের পিছনে পাকিস্তানের কোনও হাত থাকার প্রমাণ দিতে পারে তা হলে আমরা ব্যবস্থা নেব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়