শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০২ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজার অগ্নিকা-ের ঘটনায় সাব্বির ও মুস্তাফিজের শোক

নিজস্ব প্রতিবেদক : আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এমনিতেই শোকের দিন। তার উপর চকবাজার ট্র্যাজেডি, শোক যেনো আরও বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় শোকাহত সুদূর নিউজিল্যান্ডে অবস্থান করা বাংলাদেশের ক্রিকেটাররাও। রুবেল হোসেন, তামিম ইকবালের পর শোক জানিয়েছেন সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান।

বুধবার রাতে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে চারতলা বাড়িসহ কয়েকটি ভবনে আগুন লাগে। মর্মান্তিক এ অগ্নিকা-ে এখন পর্যন্ত প্রায় ৭০ জনের মুত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন সাব্বির রহমান। এটি তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। অন্যরকম ভালো লাগা কাজ করেছিল তার মধ্যে। তবে চকবাজার ঘটনায় মনটা ডুবে গেছে বিষাদে।

এই হার্ডহিটার বলেন, অনেক মানুষ মারা গেছে। খুব খারাপ লাগছে। অনেকে হাসপাতালে ভর্তি আছেন। দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আল্লাহ এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন।

আগুনের ঘটনার খোঁজখবর নিয়েছেন মুস্তাফিজ। দুঃসংবাদটা শোনার পর শোকে আচ্ছন্ন তিনি। কাটার মাস্টার বলেন, সংবাদটা শোনার পর থেকে খুব খারাপ লাগছে। অনেক মানুষ মারা গেছে। মৃতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতাবস্থায় যারা হাসপাতালে, দোয়া করি তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। সৃষ্টিকর্তা যেন আমাদের এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে রক্ষা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়