শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪০ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অগ্নিকাণ্ডের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে: চকবাজারের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম

শাকিল আহমেদ: পুরান ঢাকার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ওয়াহিদ ম্যানশন ভবন পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান।

এসময় তিনি স্থানীয়দের কাছে অগ্নিকাণ্ডের কারণ,ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেন। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের স্বান্তনা দেন।

এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেন, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা যাদের হারিয়েছি তাদেরকে আমরা কোনোভাবেই ফেরত পাব না। কিন্তু এখান থেকে আমারদের শিক্ষা নিতে হবে। আজকে যে প্রাণহানি ঘটল, যেসব পরিবারের মানুষ চলে গেছে, তারাই বোঝে তাদের কি চলে গেছে। আমি স্বজন হারা ভাইবোনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব মন্তব্য করে তিনি বলেন, আমরা ব্যবসা করব, তাই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যারা কাজ করবে তাদের সিকিউরিটি দেখার দায়িত্ব আমাদের। এটা আমাদের নৈতিক দায়িত্বই বলে আমি মনে করি। আমি আশা করব এখানে যারা মালিকরা আছেন, শ্রমিকরা আছেন সবাই স্ব স্ব উদ্যোগে নিজেদেরকে সচেতন করবেন।

আতিকুল ইসলাম এরপর ঢাকা মেডিকেলের বার্ন ইন্সটিটিউট পরিদর্শনে যান। সেখানে তিনি আগুনে ঝলসে যাওয়া রোগীদের সঙ্গে কথা বলেন। ডাক্তারদের কাছে খোঁজখবর নেন।

উল্লেখ্য, বুধবার রাতে ওয়াহিদ ম্যনশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়