শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১০ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বদিকে আসা ছাড়া সৌদি প্রিন্সের জায়গা নেই, বললেন নাসিম ফেরদৌস

মারুফুল আলম : সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস বলেছেন, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পূর্বদিকে আসা ছাড়া আর জায়গা নেই। অন্য জায়গায় তাকে কেউ গ্রহণ করবে না। বুধবার ডিবিসি নিউজ’র রাজকাহন অনুষ্ঠানে সৌদি প্রিন্স সম্পর্কে তিনি আরো বলেন, খাশোগজি হত্যার ঘটনাটি এত ওপেন হয়েছে যে, ঘটনাটি তিনি ঘটাননি বলে এখন কেউ বিশ্বাস করে না। সুতরাং সারা বিশ্বে তার কোনো বন্ধু নেই, এই অঞ্চল ছাড়া।

নাসিম ফেরদৌস বলেন, খাশোগজি হত্যার ব্যাপারে সৌদি প্রিন্সকে নিয়ে এই অঞ্চলে কেউ বিরুপ মন্তব্য করেনি। আসলে আমাদের আভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে আমরা ব্যস্ত, তাছাড়া রাজনৈতিক ও কূটনৈতিকভাবেও সালমানের ব্যাপারে কথা বলাটা সমীচীন নয়। নিজের ঘর না সামলে কাউকে দোষারোপ করার প্রয়োজনবোধ আমরা করিনি। সুতরাং সৌদি প্রিন্সের যাওয়ার জায়গা হচ্ছে এসব অঞ্চল, যেখানে কেউ তার সমালোচনা করবে না।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কাজ করবে সৌদি আরব। সোমবার এক বিবৃতিতে এ কথা জানান সৌদির পররাষ্ট্রমন্ত্রী আবদেল আর জুবাইর। তিনি বলেন, আরব দেশটির লক্ষ্য হলো দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানো এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করা। এদিকে পাক-ভারত সফরের পর চীন সফর করার কথা রয়েছে সৌদি যুবরাজের।
এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলোতে সৌদি প্রিন্সের এ সফরের মাধ্যমে সৌদি আরবের প্রভাব বিস্তারের সুযোগ কতটুকু জানতে চাইলে নাসিম ফেরদৌস বলেন, এখানে সৌদি প্রিন্সের প্রভাব বিস্তার করার দারুণ সুযোগ আছে এমন মনে করার কারণ নেই । চীনের সঙ্গে পাল্লা দিয়ে সৌদি আরব কখনো এক মাত্রায় পৌঁছতে পারবে না। নতুন মেরুকরণে চীন হচ্ছে নতুনভাবে জেগে ওঠা এ অঞ্চলের বড় শক্তি। চীন সবসময় খুব ঠাÐা মাথায় কাজ করে। চীনের শক্তির সঙ্গে কখনো সৌদি আরব পাল্লা দিয়ে পারবে না। সেক্ষেত্রে পাকিস্তান, ভারত কিংবা চীন ঘুরে যাওয়ার মধ্য দিয়ে সৌদি আরবের পাওয়ার মতো কিছু আছে মনে করার কারণ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়