শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০২ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনি পারলে আমিও পারবো ইনশাআল্লাহ: তাসকিন

নিজস্ব প্রতিবেদক: পায়ের ইনজুরির কারনে অনেক দিন ধরেই দলের বাহিরে আছেন জাতীয় দলের পেসার তাসকিন আহম্মেদ। নিউজিল্যান্ড সফরে দলে ডাক ফেলেও ভাগ্য সহায় হয়নি এই পেসারের। ইনজুরির কারনে আবার দল থেকে বাদ পড়েন যান তিনি।

টাইগার পেসার তাসকিনের আদর্শের নাম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একের পর ইনজুরিতে পড়ার পরেও নতুন উদ্যমে বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন মাশরাফি। আর তাই তাসকিনও চান নড়াইল এক্সপ্রেসের মতো ইনজুরি কাটিয়ে পুরনো রূপে ফিরতে।

সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে তাসকিন বলেন, আইকন মাশরাফির মতো তিনিও ইনজুরির সাথে লড়াই করে জিততে চান। পেস তারকা বলেছেন, ‘আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা মাশরাফি ভাই। এতবার ইনজুরি হয়েছে, আবারও ফিরেছেন। তিনিও তো মানুষ। তিনি পারলে আমিও পারবো ইনশাল্লাহ। তিনি আমার আইকন। সব ক্ষেত্রেই আমি তাকে অনুসরণ করি।'

বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলার সময় পায়ের ইনজুরিতে পড়েছিলেন তাসকিন। এরপরেই নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়তে হয় তাকে। এই আক্ষেপ অবশ্য প্রতিনিয়তই পোড়াচ্ছে তাকে। তাসকিনের ভাষ্যমতে, ‘আমার আসলে সবচেয়ে খারাপ লেগেছে নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিলো যেদিন সেদিনটায়। ৬ তারিখ ফ্লাইট। আপসেট ছিলাম। রাতে ঘুমাতে গেলে খারাপ লাগে। আগের মতো কঠিন এখন না। কষ্ট তো লেগেছে। আমি পা উঁচু করে ঘরে বসে থাকার ছেলে না। জিম এক্সারসাইজ শুরু হয়েছে। ভালো লাগছে। বাইরে যাওয়ার সুযোগ তো পাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়