শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৪ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর : বাঙালি জাতির গর্ব ও অহংকার মহান একুশে ফেব্রুয়ারি। মা ও মাতৃভাষার সম্মান জড়ানো এই দিবসটি প্রতি বছর দলমত নির্বিশেষে সকল পর্যায় থেকে গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালবাসায় পালন করা হয়। শ্রদ্ধা জানানো হয় সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা শহীদদের প্রতি।

এরই অংশ হিসেবে লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসন, পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগ, লক্ষ্মীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন পিপিএম (সেবা), সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা প্রমুখ।

এছাড়া সকালে অনুষ্ঠিত হবে প্রভাতফেরি। প্রভাতফেরিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ঈমাম সমিতি, শিক্ষক সমিতি ও এনজিওসমূহ অংশ গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়