শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪২ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান

নিউজ ডেস্ক: ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ভালো নেই। ঠাণ্ডা জনিত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে গত চারদিন ধরে ভর্তি আছেন। তার অসুস্থতার খবর জানিয়েছেন অভিনেতা জামিল হোসেন। ‘মীরাক্কেল’-খ্যাত এই তারকা আজ (বুধবার) দুপুরে বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি (রবিবার) জাহিদ ভাই হাসপাতালে ভর্তি হন।’ চ্যানেল আই

গত ১০ ফেব্রুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখান থেকে ঠাণ্ডা লাগে। ৭ দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন। ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান।

তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

চিকিৎসক জানিয়েছেন, ঠাণ্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে, এখন এই অভিনেতার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। সব ঠিক থাকলে আজ দুপুরেই হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার কথা।

অভিনেতা জামিল বলেন, জাহিদ ভাই এখন ভালো আছেন। তবে তার পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। তবে ডাক্তার বলেছেন, ভয়ের আর কোনো কারণ নেই। জাহিদ ভাই সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে চলতি বছরে মুক্তির প্রতীক্ষায় আছে জাহিদ হাসান অভিনীত দুটি আলোচিত ছবি। এরমধ্যে একটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবারের বিকেল’ এবং অন্যটি যৌথ-প্রযোজনার ছবি ‘হলুদ বনি’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়