শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৩ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলরক্ষকের ভুলে রোমাঞ্চকর জয় সিটির

স্পোর্টস ডেস্ক: শালকের গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নিলেন সের্হিও আগুয়েরো। কিন্তু পরে দুটি পেনাল্টি থেকে গোল হজম করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে হারতে বসেছিল তারা। তবে শেষ দিকে লেরয় সানে ও রাহিম স্টার্লিংয়ের গোলে রোমাঞ্চকর জয় নিয়ে জার্মানি থেকে ফিরেছে পেপ গুয়ার্দিওলার দল।

বুধবার রাতে শালকের মাঠে পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৩-২ ব্যবধানে জেতে সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ইংলিশ চ্যাম্পিয়নদের টানা পঞ্চম জয়।

ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যেতে পারত সিটি। বাঁ দিক থেকে দাভিদ সিলভার ক্রসে আগুয়েরোর হেড ফিস্ট করে কর্নারের বিনিময়ে ফেরান স্বাগতিক গোলরক্ষক।

শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখা সিটি ১৯তম মিনিটে এগিয়ে যায় গোলরক্ষকের বাজে ভুলের সুযোগ কাজে লাগিয়ে। সতীর্থের ব্যাক পাস থেকে পাওয়া বল রালফ ফারমান দুর্বল শটে বাড়ান সালিফ সানের উদ্দেশে। তার পেছনে থাকা দাভিদ সিলভা দ্রুত দৌড়ে এসে বলের নিয়ন্ত্রণে নিয়ে দেন আগুয়েরোকে। নিখুঁত টোকায় জাল খুঁজে নেন ছন্দে থাকা আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড।

এর আগে মাঝমাঠের একটু ওপরে শালকের এক খেলোয়াড় ফাউলের শিকার হয়েছিলেন কিনা দেখতে রেফারি ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি পদ্ধতির সাহায্য নেন। ওই ঘটনা ফাউল ছিল না এবং সেটি গোলের আক্রমণের উৎসও না হওয়ায় বদলায়নি রেফারির সিদ্ধান্ত।

৩৮তম মিনিটে সফল স্পট কিকে শালকেকে সমতায় ফেরান নাবিল বেন্তালেব। দানিয়েল কালিগিরির শট ডি-বক্সের ভেতরে সিটির ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির হাত ছুঁয়ে দূরের পোস্ট দিয়ে বেরিয়ে গেলে পেনাল্টি আবেদন করে স্বাগতিকরা। ভিএআরের সাহায্য নিয়ে স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি; যদিও দেখা যায় ওতামেন্দি হাত পেছনে নেওয়ার চেষ্টা করলেও বল ঠিকই লেগে যায়।

চলতি বুন্ডেসলিগায় খোড়াতে থাকা শালকেকে প্রথমার্ধের শেষ দিকে আরেকটি সফল স্পট কিকে এগিয়ে নেন নাবিল। ডি-বক্সে সানেকে সিটির ফের্নানদিনিয়ো সানেকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৬৩তম মিনিটে বের্নার্দো সিলভা ডি-বক্সের মধ্যে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে সিটি কিন্তু রেফারির সাড়া মেলেনি। বরং চার মিনিট পর আরেকটি ধাক্কা খায় প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি। গুইডোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ওতামেন্দি। এর পরই মিডফিল্ডার সিলভাকে তুলে নিয়ে রক্ষণের শক্তি ধরে রাখতে ভিনসেন্ট কম্পানিকে নামান গুয়ার্দিওলা।
৭৪তম মিনিটে ডি-বক্সের একটু ওপর থেকে কেভিন ডি ব্রুইনের ফ্রি কিক প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে সিটির হতাশা বাড়ে। ৮৪তম মিনিটে সানের ফ্রি কিক জালে জড়ালে সমতা ফিরে ম্যাচে।

৯০তম মিনিটে গোলরক্ষক এদেরসনের লম্বা করে বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে সিটিকে এগিয়ে নেন স্টার্লিং। বাকি সময়টুকু পার করে দিয়ে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
আগামী ১২ মার্চে ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।

এদিন শেষ ষোলোর অন্য ম্যাচে নিজেদের মাঠে ইউভেন্তুসকে ২-০ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ। -বিডি নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়