শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৭ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারিয়া- এমবাপের গোলে বিশাল জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক: চোটে ছিটকে যাওয়া নেইমার ও এদিনসন কাভানির অনুপস্থিতিতে বুধবার রাতে ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচটি ৫-১ গোলে জেতে টমাস টুখেলের দল। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে গেছে পিএসজি।

এদিন জালের দেখা পান আনহেল দি মারিয়া, কিলিয়ান এমবাপে, ক্রিস্তোফা এনকুনকু ও লেইভিন কুরজাওয়া। পিএসজির অন্য গোলটি আত্মঘাতী।

ম্যাচের নবম মিনিটে গোল খেতে বসেছিল পিএসজি। ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে যান ফ্লোহঁ মোলে। তবে দুরূহ কোণ থেকে ফরাসি এই মিডফিল্ডারের শট পোস্টে লাগলে বেঁচে যায় শিরোপাধারীরা।

চার মিনিট পর কাক্সিক্ষত গোল পেয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে দানি আলভেসের দারুণ ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে কোনাকুনি হেডে বল জালে জড়ান ফরাসি ডিফেন্ডার লেইভিন কুরজাওয়া। বল ঠেকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক।

পিএসজির জাল অবশ্য বেশিক্ষণ অক্ষত থাকেনি। ৩১তম মিনিটে ডান দিক থেকে মোলের দারুণ এক ফ্রি-কিকে সমতায় ফেরে অতিথিরা। বাঁ-দিকে ঝাঁপিয়ে বল ঠেকিয়েছিলেন গোলরক্ষক জানলুইজি বুফ্ফন, কিন্তু তার আগেই বল গোললাইন পেরিয়ে গিয়েছিল।

মোঁপেলিয়ের সমতায় ফেরার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে পিএসজিকে আবারও এগিয়ে দেন দি মারিয়া। বল ক্রসবারে লেগে ভিতরে ঢোকে।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এমবাপের জোরালো শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন গোলরক্ষক। তবে একচেটিয়া আক্রমণ করতে থাকা পিএসজি ছয় মিনিটের মধ্যে তিনবার জালে বল পাঠিয়ে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

৭৩তম মিনিটে হেডে দলের তৃতীয় গোলটি করেন ফরাসি মিডফিল্ডার এনকুনকু। পাঁচ মিনিট পর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। সতীথের্র বাড়ানো বলে এমবাপের টোকা ঠেকাতে পা বাড়ান ডিফেন্ডার ভিতোরিনো হিল্তন। তার পায়ে লেগে দিক পাল্টে উল্টো বল চলে যায় জালে।

আর ৭৯তম মিনিটে কুরজাওয়ার পাস পেয়ে নিচু শটে স্কোরলাইন ৫-১ করেন এমবাপে। চলতি লিগে ফরাসি ফরোয়ার্ডের এটা সর্বোচ্চ ২০তম গোল।

২৪ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৬৫। এক ম্যাচ বেশি খেলা লিল ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তিন নম্বরে থাকা লিওঁর পয়েন্ট ৪৬। -বিডি নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়