শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৪ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার ইপোতে চারতলা ভবনে আগুন লেগে বাংলাদেশি সহ নিহত ৬

শেখ সেকেন্দার আলী মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ার ইপো শহরের চারতলায় বিনোদন রুমে আগুন লেগে এক জন বাংলাদেশি সহ ৬ নিহত ও মারাত্মক আহত হয়েছেন আরো ২ জন। বুধবার (২০) ফেব্রুয়ারী ভোরে এই আগুনের সূত্রপাত হয়। ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় রুম থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হসপিটাল পাঠালে ৬ জনকে মৃত ঘোষণা করে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার।

পেরাক ফায়ার সার্ভিস বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ সায়য়ানি সাইদন জানান,ভোর ৫:৪৯ মিনিটে ফোন পেয়ে ঐ ভবনে (টাইম স্কয়ার) পৌছায়।

নিহতরা হলেন দুই স্থানীয় পুরুষ - তাই চেই কিন (৩৭), লাউ ওয়াই হুং (৩৬), দুই ভিয়েতনামী মেয়ে নুগু ইয়েন থী থু ডুং( ২১), নিউ ইয়েনথী ট্র্যাং( ১৯) ও একজন বাংলাদেশি জহিরুল ইসলাম (২৭)।

নিহতদের লাশ পেরাকের রাজা পারমাসুরি বাইনুন হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাকি একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

সাইদন বলেন, ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাঈদন জানান, আট-তলা ভবনটি পূর্বে একটি অফিস ব্লক ছিল।

পেরাকের ডেপুটি ওসিপিডি সদর মো: নর্দন আব্দুল্লাহ জানান, "আমরা আগুনের কারণ তদন্ত করছি। তবে গুরুতর আহত ২ জনের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাযায়নি।

সাইদন আরো জানান, আগুন লাগার কারণ জানতে আমরা তদন্ত করছি। ময়না তদন্তের জন্য লাশ রাজা পারমাসুরি বাইনুন হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়