শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৪ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে নাৎসিদের স্বস্তিকা চিহ্ন এঁকে অপবিত্র করা হলো ইহুদীদের কবরস্থান

দুর্জয় চক্রবর্তী: ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি ইহুদীদের কবরস্থানে নাৎসিদের স্বস্তিকা চিহ্ন এঁকে অপবিত্র করা হলো। সাম্প্রতিককালে দেশটিতে চলমান ইহুদী বিরোধী মনোভাবের ধারাবাহিকতায় এ কাজ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরা, বিবিসি, ফ্রান্স টুয়েন্টি ফোর

ফ্রান্সজুড়ে ইহুদী বিরোধী আন্দোলনের প্রতিবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভের আগে গত মঙ্গলবার কবরস্থান অপবিত্র হওয়ার ঘটনাটি আবিস্কৃত হয়।

কবরস্থানটির অবস্থান ফ্রান্স-জার্মানি সীমান্তের স্ট্রসবার্গ সীমান্তের কাছে কোয়াটজেনহেইম গ্রামে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার সমবেদনা জানাতে কবরস্থানটি পরিদর্শন করেন। সেখানকার ইহুদী সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ আমার এখানে আপনাদের মধ্যে অবস্থান করাটা অনেক বেশি জরুরি ছিল। এ কাজ যে বা যারাই করেছে তাদের কঠোর শাস্তি দেয়া হবে।’

অপবিত্র হওয়া কবরগুলোর একটি কবরের ফলকে স্প্রে ব্যবহার করে লেখা ছিল ‘এলসাসিসশেন শোয়ারজেন ওলফে’, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘কালো অ্যালসেশিয়ান নেকড়ে’। এটি ৭০ ও ৮০ এর দশকে সক্রিয় একটি সশস্ত্র ডানপন্থী সংগঠনের নাম ছিল। এ সংগঠনটি ১৯৭৬ সালে ‘নাৎজওয়েইলার স্ট্রাথফ’ নামে একটি জাদুঘর পুড়িয়ে দেয় যা সাবেক নাৎসি ডেথ ক্যাম্প ছিল।

ফ্রান্সে প্রায় ৫ লাখ ৫০ হাজার ইহুদীর বসবাস যা ইউরোপে সর্বোচ্চ। ‘ইয়েলো ভেস্ট আন্দোলন’ এর মুখে সাম্প্রতিককালে ফ্রান্সে ব্যাপক হারে বেড়েছে ইহুদীবিদ্বেষ। ২০১৭ সালে ফ্রান্সে ইহুদীদের উপর ৩১১ টি জাতিগত হামলার ঘটনা ঘটে, যা ২০১৮ সালে ৭৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫৪১টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়