শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০১ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বাংলাদেশ ব্যাংক গভর্ণরের কাছে সুদহার এক অংকে নামিয়ে আনার দাবি এফবিসিসিআইর

স্বপ্না চক্রবর্তী : বাংলাদেশ ব্যাংক গভর্ণর ফজলে কবিরের কাছে ব্যাংক ঋণের সুদের হার একক অংকে নামিয়ে আনার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নেতারা। বুধবার বাংলাদেশ ব্যাংক ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ দাবি জানান তারা।

এসময় তারা দেশের ক্রমবর্ধমান উন্নয়নের ধারাবাহিকতায় এবং সরকারের ভিশন পুরণে দেশে প্রয়োজনীয় বিনিয়োগ, নন-পারফর্মিং লোন পরিস্থিতি থেকে উত্তরণ প্রক্রিয়া, ঋণের কোন একটি কিস্তি প্রদানে অপারগ হলে ঋণ ক্লাসিফায়েড হয়ে যাওয়ার বিষয়টি যৌক্তিকীকরণ করা, নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ সহায়তা প্রদান, প্রকৃত বিনিয়োগকারীদের জন্য ডেট-ইক্যুইটি অনুপাত কমানোসহ ঋণ গ্রহনের ক্ষেত্রে বিভিন্ন লুকায়িত চার্জ যৌক্তিকীকরণ, অফশোর ব্যাংকিং কার্যক্রম সহজীকরণ এবং সার্বিক ব্যাংকখাতে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করাও দাবি জানান।

এফবিসিসিআই সভাপতি মো: শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম এবং সহ-সভাপতি মো: মুনতাকিম আশরাফ আলোচনায় অংশ নেন। এছাড়াও এফবিসিসিআই পরিচালক এ. কে. এম. সাহিদ রেজা এবং অন্যান্য খাতের কয়েকজন ব্যবসায়ি নেতারাও উপস্থিত ছিলেন।

এসময় গভর্ণর ফজলে কবির এফবিসিসিআই নেতাদের বক্তব্য শোনেন এবং জানান যে, উল্লিখিত বিষয়গুলোতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে যাচ্ছে। ব্যবসায়ি সম্প্রদায়ের প্রয়োজনে ব্যাংকখাত সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে সময়ে সময়ে আলোচনার জন্য এফবিসিসিআই সভাপতির প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং ব্যবসায়ি নেতাদের সমন্বয়ে একটি ‘ওয়ার্কিং গ্র প’ গঠনের বিষয়ে সম্মত হন। সভায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এ. এম. কাজেমি এবং এস. কে. সুর, ব্যাংকের ডেপুটি গভর্ণর এস. এম. মনিরুজ্জামান, আহমেদ জামালসহ ব্যংকের মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়