শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৪ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের ৪০ জন চিকিৎসককে বিভিন্ন উপজেলায় বদলি

শহিদুল ইসলাম,চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগীরর পার্শ্ববর্তী উপজেলার ৪০ জন চিকিৎসককে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বদলির আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তিন দফায় তাদের বদলির আদেশে দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. আবুল কালাম স্বাক্ষরিত আদেশে বদলির বিষয়টি জানানো হয়। ৪০ জনের মধ্যে ১৮ ফেব্রুয়ারি প্রথম আদেশে ১৭ জন, দ্বিতীয় আদেশে ৯ জনকে এবং ১৯ ফেব্রুয়ারি তৃতীয় দফা ১৪ চিকিৎসককে বদলি করা হয়। স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মো. আবুল কাশেম বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত বলেন, বদলিকৃতদের তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। চট্টগ্রাম বিভাগে মোট ১০০টি উপজেলা রয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে ৯১টি। ৯১টির মধ্যে ৬ জনের কম চিকিৎসক রয়েছে এমন উপজেলা হাসপাতাল ২১টি। ৬ জনের বেশি চিকিৎসক আছেন ১৮টি হাসপাতালে। অতিরিক্ত চিকিৎসক রয়েছে এমন হাসপাতালের অধিকাংশই চট্টগ্রাম মহানগরের পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় অবস্থিত।

সূত্র জানায়,বদলিকৃত চিকিৎসকদের পার্বত্য চট্টগ্রামের তিন জেলার দুর্গম পাহাড়ি উপজেলাগুলোতে পদায়ন করা হয়েছে।

বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের উপজেলা হাসপাতালগুলোতে নতুন করে চিকিৎসক দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়