শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২১ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে জাবির সাবেক শিক্ষার্থী এবং নারী শ্রমিকের লাশ উদ্ধার

এম এ হালিম, সাভার : সাভারে পৃথক স্থান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং এক নারী পোষাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এবং পূর্ব জামসিং এলাকা থেকে ওই দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

থানা পুলিশ জানায়, সকালে হেমায়েতপুর ভরারী এলাকার মতুর্জার বাড়ির একটি কক্ষের ভিতর সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় নারী শ্রমিক হালিমা খাতুনের (২৫) লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা। বিষয়টি সাভার মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরহদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

অন্যদিকে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে সাভার পৌর সভার পূর্ব জামসিং মহল্লার একটি ভাড়া বাড়ির ঘরের জানালার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় জেসি ইসলাম (২৬) এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মাগুরা জেলার সদর থানার বৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। নিহত জেসি ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে স্বামীর সাথে জামসিং মহল্লায় ভাড়া থাকতো বলে জানিয়েছে পুুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহামুদ বলেন,গার্মেন্টস শ্রমিকের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া গৃহবধুর লাশটি দুই পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়না তদন্তে তার পরিবারেরকাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়