শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৭ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ১২১ টি মার্কেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিআরটিএ

আহমেদ জাফর : রাজধানীর ১২১ টি মার্কেটের বিরুদ্ধে ব্যবস্তা নিবে বিআরটিএ। কারণ এসব মার্কেটে গাড়ি পাকিং করার নিদিষ্ট স্থান থাকলেও মার্কেটের বাইরের ফুটপাতে রাখা হয় ক্রেতাদের গাড়ি। তাই তালিকা করে এসব মার্কেটের ব্যবস্থাপকদের বিরুদ্ধে গ্রহণ করবো বিআরটিএ এর প্রশাসন। বিআরটিএ এর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে মতে, রাজধানীতে যানজট নিরশন করার জন্য সরকার বহু উদ্যোগ নিলেও তেমন কোনো সুফল মিলেছে না অবৈধ পাকিং এর কারণে। মার্টেকের বাইরের ফুটপাত গুলোতে যত্রতত্র ক্রেতাদের গাড়ি পাকিং করার অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে বিআরটিএ। তাই যেসব মার্কেটের সামনে ফুটপাতে গুলোতে গাড়ি রাখা হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রমতে, রাইড শেয়ারিং চালক ভোক্ত ও প্রতিষ্ঠানের সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি সিদ্ধান্ত হবে। এছাড়া সড়কে নিরাপ্তার জন্য সড়ক বিভাগের উদ্যোগে প্রতি মাসে এক সপ্তাহ করে ট্রাফিক সপ্তাহ পালন করার পরার্মশ দিয়েছে ডিএমপিকে।

এছাড়া রোববার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভায়। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ব্যাটারিচালিত অটোরিকশাগুলো আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমদানি নিষিদ্ধ করলে পুলিশ এগুলোর ওয়ার্কশপে অভিযান চালিয়ে বন্ধ করে দিতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়