শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৭ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-ভিয়েনা সরাসরি বিমান চালুর প্রস্তাব বাংলাদেশের

তরিকুল ইসলাম : অস্ট্রিয়াকে ঢাকা-ভিয়েনা সরাসরি বিমান চালু করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, শিক্ষা, দক্ষতাসহ বিভিন্ন উন্নয়নে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে ঢাকার পক্ষ থেকে। দেশটির পক্ষ থেকে এইসব বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

বুধবার রাষ্ট্রিয় অতিথি ভবনে বৈঠকে মিলিত হয় বাংলাদেশ ও অস্ট্রেয়ার প্রতিনিধি দল। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ঢাকার পক্ষে এবং অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি ভিয়েনার পক্ষে নেতৃত্ব দেন। বৈঠক শেষে এ প্রস্তাবের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য এবং বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সেটি নিয়ে আমরা কথা বলেছি। ২০২১ সালে মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালে সোনার বাংলা গড়তে অনেক বন্ধু দেশ এগিয়ে এসেছে। তারাও আমাদের সহযোগিতা করতে চান।

এ সময় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি বলেন, বিমানসেবা চালুর প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে কোনো সময় স্বাক্ষর করা হতে পারে। বাংলাদেশ সফরের মধ্য দিয়ে আমি এশিয়া অঞ্চল সফর শুরু করেছি। এখানকার অর্থনৈতিক অগ্রগতি সত্যিই প্রসংশনীয়। সরকারের নেওয়া ডিজিটালাইজেশনের উদ্যোগ অর্থনীতির যাত্রাকে নতুন মাত্রায় পৌছে দিবে। বাংলাদেশের ওষুধ, সম্পদ উন্নয়ন, শিল্পস্থাপনস বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায় অস্ট্রিয়া।

এই সফরে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসির সঙ্গে দেশটির একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও আসছেন। বাণিজ্য এবং বিনিয়োগ এগিয়ে নিতে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধির মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনারে উপস্থিত থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়