শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫১ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ জিতলেন টেনিস তারকা জোকোভিচ

স্পোর্টস ডেস্ক : লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডকে বলা হয় ক্রীড়াঙ্গনের অস্কার। এবার সেই অস্কার উঠল সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের হাতে। গত বছর চোট কাটিয়ে ফিরে জিতেছিলেন উইম্বলডন ও ইউএস ওপেন। এ বছরের শুরুতে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন।

টানা তিনটি গ্র্যান্ডস্লাম জয়ের দারুণ কীর্তিতে টেনিসের সীমানা ছাড়িয়ে চতুর্থবারের মতো বর্ষসেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেলেন জোকোভিচ। গত সোমবার মোনাকোতে লরিয়াস অ্যাওয়ার্ড নাইটের জমকালো অনুষ্ঠানে জোকোভিচের হাতে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার তুলে দেন সার্বিয়ান বংশোদ্ভূত মার্কিন টেনিস গ্রেট মনিকা সেলেস। নারী বিভাগে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা হয়েছেন ২১ বছর বয়সী মার্কিন জিমন্যাস্ট সিমোনে বাইলস।

লরিয়াস একাডেমির ৬৮ জন সদস্যের ভোটে নির্বাচিত হন বর্ষসেরা ক্রীড়াবিদ। ভোটের লড়াইয়ে এবার বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও এনবিএ সুপারস্টার লেবরন জেমসকে হারিয়ে ‘অস্কার’ জিতেছেন জোকোভিচ। সেরার লড়াইয়ে ছিলেন ব্যালন ডি’অর জয়ী ক্রোট ফুটবলার লুকা মদরিচও। তার ক্লাব রিয়াল মাদ্রিদও ফিরেছে শূন্য হাতে। বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স জাতীয় ফুটবল দল।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের হাতে পুরস্কার তুলে দেন পর্তুগিজ ফুটবল গ্রেট লুইস ফিগো।

২০১৮ সালের চমক জাগানো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ‘ব্রেকথ্রু’ অ্যাওয়ার্ড জিতেছেন জাপানের টেনিস সেনসেশন নাওমি ওসাকা। ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসা ওসাকা প্রথম জাপানি হিসেবে কোনো লরিয়াস অ্যাওয়ার্ড জিতলেন। বর্ষসেরা প্রত্যাবর্তনের পুরস্কার উঠেছে মার্কিন গলফ গ্রেট টাইগার উডসের হাতে। এছাড়া আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন আর্সেনালের সাবেক কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়