শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৮ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের পুলওয়ামার মতো হামলার হুমকি দিলো পাকিস্তানি জঙ্গি জইশ-ই-মহম্মদ

মোহাম্মদ মাসুদ : যখন ভারতের কাছে পুলওয়ামা হামলার প্রমাণ চাইছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান, ঠিক সেই সময় ভারতে ফের নাশকতা চালানোর হুমকি দিয়ে ভিডিও বার্তা জইশ-ই-মহম্মদ। জাগো নিউজ ২৪।

ভিডিওতে কালো কাপড় ঢাকা এক ব্যক্তিকে হুমকি দিতে শোনা যাচ্ছে। হুঁশিয়ারি দিয়ে তিনি জানাচ্ছেন, জইশের যখন ইচ্ছা হবে তখনই পুলওয়ামার মতো ঘটনা ঘটাতে পারবে। একই সঙ্গে পুলওয়ামায় ঘটা ভয়ঙ্কর জঙ্গি হামলার দায় আবারও স্বীকার করে ওই জঙ্গি।
এদিকে জইশের নতুন এ ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ভারতের নিরাপত্তা বাহিনী। কোন সূত্র ধরে এ ভিডিও ভারতে আসল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পুলওয়ামা হামলার পর স্বাভাবিকভাবেই আঙ্গুল ওঠে পাকিস্তানের দিকে।

মঙ্গলবার সকালে পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়ে ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কনওয়ালজিত সিং ধিলোন বলেন, জইশ-ই-মহম্মদ পাকিস্তানেরই সন্তান। এ পুলওয়ামাকাÐে পাকিস্তানি সেনার ১০০ শতাংশ হাত রয়েছে। তবে পাকিস্তানিদের অনুপ্রবেশ অনেকটাই কমে এসেছে বলে আশ্বস্ত করেন তিনি।

এরপরই ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান বলেন, এটা নতুন পাকিস্তান। এ হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই। আর যদি যোগ থাকে তাহলে প্রমাণ দিন।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রæয়ারি আত্মঘাতী জঙ্গি হামলার অন্তত ৪৪ সিআরপিএফ সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পর দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়