শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৫ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির আস্থার প্রতিদানই এই সেঞ্চুরি!

আক্তারুজ্জামান : এই কি সেই সাব্বির? যাকে দলে ডাকা নিয়ে তোলপাড়া শুরু হয়েছিল সারা ক্রিকেট অঙ্গনে। শৃঙ্খলাজনিত কারণ আর অফফর্মে দলের বাইলে ছিলেন। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই নিউজিল্যান্ড সফরে যাওয়ায় তাকে ঘিরে সমালোচনা চলছিল। প্রথম ম্যাচে অনাকাঙ্ক্ষিতভাবে স্ট্যাম্পিং হন। আর দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের ফুরফুরে ইনিংসের পর আজ শেষ ওয়াানডেতে দেখালেন ক্যারিয়ারের প্রথম শতক।

টিম সাউদির ফুল লেন্থের বলটি কাভার বাউন্ডারিতে পাঠিয়ে ৯৯ রান, তারপরের বলেই স্কয়ার লেগ অঞ্চল দিয়ে এক রান নিয়েই সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্ম দিলেন সাব্বির রহমান। ফলোথ্রুতেই শূন্যে লাফিয়ে উল্লাস করে সেঞ্চুরি উদযাপন করেন তিনি। তারপর সেজদায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। হেলমেট খুলে ব্যাটের দিকে ইশারা করলেন। সমালোচকদের জানান দিলেন, আমি নয়, আমার ব্যাট কথা বলছে।

সাব্বিরের জন্য অবশ্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি বিশেষ কিছু। ব্যাট হাতেই তাকে সকল সমালোচনার জবাব দিতে হত। একই সাথে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নির্বাচকদের আস্থার প্রতিদানও দেয়ার বাকি ছিল।

সাব্বিরের নিউজিল্যান্ড সফরেও যাওয়ার কথা ছিল না। ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া সাব্বিরের শাস্তি কমিয়ে নিউজিল্যান্ড সফরের দলে নেয়া হয়। লোয়ার অর্ডারে সাব্বিরের বিকল্প নেই, এই যুক্তিতে দলে নেয়া তাকে।সাব্বির ইস্যুতে অধিনায়ক ও নির্বাচকদের এমন সিদ্ধান্তের কম সমালোচনা হয়নি বাংলাদেশের মিডিয়ায়। সুযোগ কাজে লাগিয়ে সকল সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলেন তিনি।

জাতীয় দলের সাথে নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে তিনি বলেছিলেন, 'অবশ্যই এটা আমার জন্য অনেক বড় সুযোগ। হতে পারে আমার দ্বিতীয় সুযোগ। চেষ্টা করব আগের সাব্বির রূপে ফিরে আসার জন্য। জবাব দেয়া বড় বিষয় না। আমি ভালো খেলার চেষ্টা করব। কোনো পজিশন না। দল যখন যেটা চাইবে সেটা খেলার চেষ্টা করব।' নিজের কথা রাখলেন সাব্বির। দেখালেন নিজের সেরা খেলাটি। বাঘাবাঘা ব্যাটসম্যানদের ব্যর্থতার ভীড়ে সাব্বিরের শতক যেন আশার ফুল!

  • সর্বশেষ
  • জনপ্রিয়