শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৪ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় নিহত ৫

লালমনিরহাট সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। মঙ্গলবার সাড়ে রাত ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি আইরখামাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বোডের হাট তালতলা এলাকার মুক্তিযোদ্ধা জমশের আলী বেপারীর ছেলে মাহাবুবার রহমান (২৭), একই উপজেলার মন্দিসের খামাড় এলাকার আছমত আলীর ছেলে আশিক বাবু (১১), ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া এলাকার নায়েম আলী মন্ডলের ছেলে আক্কেল আলী (৪৫), কুড়িগ্রাম সদর উপজেলার শীবরাম কুমারপাড়া এলাকার মোকসেদ আলীর স্ত্রীর শাবানা বেগম (৪০) ও একই এলাকার ছতরপুর বান্দেরপাড়ার নজরুল ইসলামের মেয়ে শারমিন খাতুন (১২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হন অন্তত সাতজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। কুড়িগ্রাম হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়