শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৯ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোল নেই সুয়ারেসের ভাবছেন না বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচ খেলে এখনও গোলের খাতা খুলতে পারেননি বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেস। অবশ্য আক্রমণভাগের অন্যতম বড় ভরসার এমন গোল খরায় চিন্তিত নন কোচ এরনেস্তো ভালভেরদে।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর মাঠে গোলশূন্য ড্র করে লা লিগার চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে প্রতিপক্ষের জালে ২৫টি শট নিয়েও গোলের দেখা পায়নি ভালভেরদের দল। সহজ কিছু সুযোগ হাতছাড়া করেন সুয়ারেসও।

নিজের শেষ ১৭টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাত্র একটি গোল করেছেন উরুগুয়ের এই ফুটবলার। ২০১৫ সালের পর থেকে প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে আর জালের দেখা পাননি তিনি।

চলতি মৌসুমে মোট ১৬ গোল করা সুয়ারেস সব প্রতিযোগিতা মিলে শেষ পাঁচ ম্যাচে কোনো গোল করতে পারেননি। শেষ দশ ম্যাচে করেছেন দুই গোল। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের এমন পারফরম্যান্সে উদ্বিগ্ন নন ভালভেরদে।
‘এটা আমাকে চিন্তিত করে না, একজন স্ট্রাইকারের কাছে যে চাওয়া থাকে সেই গোলের সুযোগ যদি সে না পেত তবে সেটা আমাকে চিন্তায় ফেলত।’
‘আর এমনকি যখন তার গোলের সুযোগ থাকে না, সে সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে। প্রতিপক্ষরা তাকে নিয়ে ভয়ে থাকে। সবচেয়ে ভালো ব্যাপার সে গোলের সুযোগ পাচ্ছে।’

আগামী ১৩ মার্চে শেষ ষোলোর ফিরতি লেগে নিজেদের মাঠ কাম্প নউয়ে লিওঁর মুখোমুখি হবে বার্সেলোনা। -বিডি নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়