শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে নিরাপত্তা ও সন্ত্রাস দমনে শর্তহীন সাহায্যের প্রস্তাব ইসরায়েলের

আনন্দ মোস্তফা: ভারতের জাতীয় নিরাপত্তা রক্ষায় এবং সন্ত্রাস দমনে শর্তহীন সাহায্যের প্রস্তাব দিয়েছে ইসরায়েল। ইসরায়েল জানায় সাহায্যের ক্ষেত্রে তাদের কোনো 'সীমা থাকবে না'। ইসরায়েলের এ ধরণের সাহায্যের প্রস্তাব এমন সময়েই এলো যখন ভারত সরকারের ওপর পুলওয়ামা সন্ত্রাসী হামলার 'ইসরায়েলি ধাঁচের' বদলা নেয়ার জন্য চাপ বাড়ছে। প্রেস ট্রাস্ট ইন্ডিয়া
সন্ত্রাসী হামলার শিকার হওয়া ভারতকে ইসরায়েল কোনো ধরণের সাহায্য করবে কিনা এমন প্রশ্নের জবাবে দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রণ মালকা এমন মন্তব্য করেন। সাক্ষাত্কারে মালকা বলেন, 'ভারতের নিজেকে রক্ষা করতে যা প্রয়োজন, তার কোনো পরিসীমা নেই। আমরা আমাদের ঘনিষ্ঠ ভারতকে রক্ষা করতে সাহায্য করতে চাই। কারণ, সন্ত্রাসবাদ সারা বিশ্বের সমস্যা - শুধু ভারত কিংবা ইসরায়েলের নয়।'
বিশ্বের সকল দেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ও পরস্পর সহযোগিতার মাধ্যমে একে নির্মূল করার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, 'তাই আমরা ভারতকে সাহায্য করছি, আমাদের জ্ঞান ও কৌশল বিনিময় করছি কারণ আমরা আমাদের গুরুত্বপূর্ণ বন্ধুকে সাহায্য করতে আন্তরিক।'
পাকিস্তানের সাথে ইসরায়েলের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত বলেন, 'ভারতকে শক্তিশালী করার মাধ্যমে ইসরায়েল বিশ্বে স্হিতিশীলতা ও দীর্ঘস্থায়িত্ব বজায় রাখতে ভূমিকা রাখছে। আমরা পৃথিবীকে একটি সুন্দর বাসযোগ্য স্থানে পরিণত করতেই এ কাজ করছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাশ্মীরে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি বহরে পাকিস্তানী জঙ্গি সংগঠন জোস্ ই মোহাম্মদ আত্মঘাতী হামলা চালালে ৪০ সৈন্য নিহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়