শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতলক্ষ্যায় নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

বিল্লাল হোসেন, (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের ৪ দিন পর রিয়াদ সিকদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রাম সংলগ্ন ফুলেশ্বরী খেয়াঘাট থেকে এ মরদেহ উদ্ধার পরে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।

নিহত যুবক কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও (চরপাড়া) গ্রামের মৃত শাহজাহান সিকদারের ছেলে। তিনি শীতলক্ষ্যা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করতেন।

থানা সূত্রে জানা গেছে, নিহত রিয়াদসহ ৪ জনের একটি দল দীর্ঘ দিন যাবৎ শীতলক্ষ্যা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করত। গত রোববার (১৭ ফেব্রুয়ারী) ভোরে থানায় খবর যায় ওই ৪ জনসহ ৮ জন মাটি কাটার শ্রমিক ট্রলার নিয়ে প্রান-আরএফএল ইন্ড্রাস্টিয়াল পার্ক সংলগ্ন ফুলেশ্বরী খেয়াঘাট থেকে মাটি কাঁটছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে মূল হোতা ৪ জন পালিয়ে যায়।

এদিকে পুলিশ দেখে মাটি কাটার ৮ শ্রমিক শীতলক্ষ্যা নদী সাঁতরে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এ সময় পুলিশ ৫ জন, ইঞ্জিন চালিত ট্রলার ও মাটি কাটার বেশ কিছু সরঞ্জাম জব্দ করে থানায় নিয়ে যায়। বাকী ৩ মাটি কাটার শ্রমিক নদী সাঁতরে ওপাড়ে (পলাশ উপজেলায়) পালিয়ে যায়। আটক এবং পালিয়ে যাওয়া ৮ মাটি কাটার শ্রমিকের বাড়ী পাশ্ববর্তী পলাশ উপজেলায়। পরে আটক ৫ জনের জবানবন্ধি অনুযায়ী মোট ১২ জনকে আসামী করে থানায় একটি মামলা (নং ২১) দায়ের হয়। ওই মামলায় আটক ৫ জনকে ওইদিনই (১৭ ফেব্রুয়ারী) দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, আটকৃতদের আদালতে পাঠানোর পর রিয়াদের পরিবার নদীতে তার নিখোঁজের বিষয়টি থানা পুলিশকে অবগত করে। পরে থানা পুলিশের সহযোগীতায় টানা ২দিন ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিয়ে খোঁজাখুঁজি কারার পরও পাওয়া যায়নি। বুধবার (২০ ফেব্রুয়ারী) সকালে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে পাঠায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়