শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী প্রবাসীদের প্রতি আহ্বান, প্রবাসে আইন কানুন মেনে চলুন

মোঃ ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযু্ক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদেরকে সে দেশের আইন-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) খালিজ টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার আহ্বানে বলেন, ‘আমরা আপনাদের কঠোর পরিশ্রমে গর্বিত। অনুগ্রহ করে অবস্থানরত দেশের আইন-কানুন মেনে চলবেন।’

বর্তমানে তিনি তিন দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। গত ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে তার দল আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাতে প্রথম সফর।

প্রধানমন্ত্রী আরো জানান, বাংলাদেশে বহির্গমন ইচ্ছুকদের কারিগরি শিক্ষায় দক্ষতা বাড়াতে ভোকেশনাল ট্রেনিং সেন্টার গড়ে তোলা হচ্ছে।

উল্লেখ্য, আরব আমিরাতে অন্তত সাত লাখ বাংলাদেশি অবস্থান করছে। এসময় প্রধানমন্ত্রী তার সফরকে সফল বলেও আখ্যায়িত করেন।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, ‘আমি এই দেশের নেতাদের সাথে সাক্ষাত করেছি। তারা বাংলাদেশের উন্নয়নে আগ্রহ দেখিয়েছে।’

এছাড়াও তিনি আরব আমিরাতে ভারতীয় শীর্ষ ব্যবসায়ীদের সাথে সাক্ষাত করেন। তিনি তাদের সাথে বিনিয়োগসহ বিভিন্ন ব্যবসায়িক বিষয়ে আলাপ করেন।

এসময় তিনি লুলু গ্রুপের চেয়ারম্যান এম এ ইউসুফ আলী, ইউএই একচেঞ্জের চেয়ারম্যান বি আর শেঠির সাথে সাক্ষাতে মিলিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়