শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৯ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসীমের জন্মদিন

নির্মলেন্দু গুণ : আমরা (আমি ও কবি আবুল হাসান) কোনো ডিগ্রি অর্জন ছাড়াই ঢাকা বিবি-লয়ের পড়াশোনার পাট চুকিয়ে দিয়ে যখন এলপিআরে চলে গিয়েছিলাম, তখন রাজশাহী থেকে এমএ পাস করে কবি মহাদেব সাহা এবং মাদারীপুর থেকে বিএ পাস করে কবি অসীম সাহা ঢাকায় আসেন। মহাদেব সাহা দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন এবং অসীম সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ ক্লাসে ভর্তি হন।

বয়সে তিন-চার বছরের ছোট হলেও, অসীম আমার কাছে অনুজবৎ এবং বন্ধুবৎ হয়ে ওঠে।

ইতিমধ্যে চলতি বছরে অসীম যখন তাঁর ৭১তম জন্মদিন পালন করছে, তখন আমাদের সম্পর্কের অর্ধশতক পূর্ণ হয়েছে।

আমি কবি অসীম সাহাকে তাঁর জন্মদিনে অভিনন্দন জানাচ্ছি।

অসীম সাহাকে আমি একজন গুরুত্বপূর্ণ কবি বলে মনে করি।

তাছাড়া অসীম যে দুটো গুরুত্বপূর্ণ কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন বলে আমি মনে করি, সেই দুটো হলো :

১। আধুনিক বাংলাভাষায় ১৪ শতকের কবি বড়ু চ-ীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যগ্রন্থের বিনির্মাণ। এবং

২। আধুনিক ব্যবহারিক সহজ বাংলা অভিধান সম্পাদনা।

কবিতার পাশাপাশি এই দুটো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য কবি অসীম সাহা বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে থাকবেন।

শুভ জন্মদিন অসীম।

?

নয়াগাঁও

১৯. ০২. ২০১৯

  • সর্বশেষ
  • জনপ্রিয়