শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৩ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ে আলু উত্তোলন শুরু : ভাল দাম ও ফলনে কৃষকরা খুশি

অনলাইন ডেস্ক : পঞ্চগড় জেলায় আলু উত্তোলন শুরু হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবার আলুর ফলন হয়েছে। ভাল দাম পেয়ে কৃষকরা খুশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, পঞ্চগড়ে এবার ৯৩৩৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৪ হাজার ২৬১ মেঃ টন। বাসস

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আবু হোসেন জানিয়েছেন, এবার আলু চাষীদের আলু চাষে খরচ কম হয়েছে। আলু শীতকালীন ফসল। এবার শীত ও কুয়াশা কম থাকায় শীতজনিত রোগবালাই হয়নি। আলু চাষের মৌসুমে শীত কম থাকায় আলু গাছ লেট ব্লাইটে আক্রান্ত হয়নি। ফলে আলু গাছে অপেক্ষাকৃত কম ওষুধ স্প্রে করতে হয়েছে। এতে কৃষকদের আলু চাষে টাকা কম খরচ হয়েছে। বাজারে এখন কারেজ , স্টেরিজ জাতের আলুর বস্তা (৮০ কেজি) ক্ষেত হতে ৯শ’ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এ জাতের আলুর বাজারে চাহিদা ভাল। বিঘা প্রতি গড়ে ফলন ৩৫ থেকে ৪০ বস্তা পর্যন্ত।

কৃষক বিপুল চন্দ্র জানান, তিনি এবার চার বিঘা জমিতে স্টেরিজ জাতের আলু চাষ করেছেন। সোমবার তিনি তার জমি থেকে আলু উত্তোলন করেছেন। মোট আলু হয়েছে ৭৮ বস্তা। আলুর ভাল ফলনে কৃষক বিপুল খুশি। বীজ বাদে তার খরচ হয়েছে ১৫ হাজার টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, এবার সরকারিভাবে বিনামূল্যে জেলায় ২০০ কৃষককে আলুর প্রদর্শনী প্লট করার জন্য আলু বীজ ও প্রয়োজনীয় সার দেয়া হয়েছে। সামর্থ্যবান কৃষকেরা আলু হিমাগারে সংরক্ষণ করছেন। আলুর দাম আরও বাড়বে বলে হিমাগার মালিক ও আলু ব্যবসায়ীদের প্রত্যাশা ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়