শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৭ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার সোনার বাংলা কলেজে ৪দিনব্যাপি একুশের অনুষ্ঠানমালা

ইকবাল হোসেন : মহান ভাষা আন্দোলনের মাধ্যমে ১৯৫২ সালে বাঙালির স্বাধীনতার বীজমন্ত্র রোপিত হয়েছিলো। কালের প্রবাহে পৃথিবীর একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। যুগে যুগে, কালে কালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার দামাল ছেলেরা মা এবং মাতৃভূমির সম্মান রক্ষা করেছিলো। গৌরবোজ্জ্বল আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ আজ পৃথিবীর কাছে ব্যাঘ্রশাবকের গতিতে অগ্রসরমান এক নতুন সম্ভাবনার সফল রাষ্ট্র হিসেবে স্বীকৃত।

কুমিল্লার সোনার বাংলা কলেজ ক্যাম্পাসে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান।

আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক মো. হায়াত আলী, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো. শাহিদুল ইসলাম, অনার্স শাখার শিক্ষার্থী আশিকুর রহমান, খাদিজা আক্তার স্বর্ণা এবং উম্মে আয়মন। আলোচনা পর্ব শেষে ইংরেজি বিষয়ের প্রভাষক টি এম জাফর সাদিক এর পরিচালনায় অনার্স শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, আবৃত্তি ও নৃত্য সহযোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন অনার্স শাখার শিক্ষার্থী আল ইমরান ইমন এবং মাহমুদা আক্তার মেরাজ। সম্পাদনা : আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়