শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৯ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ৭৫ কেজি গাঁজাসহ আটক ৩

সুজন কৈরী : রাজধানীর খিলক্ষেত থানাধীন পুড়াতলী বাজার এলাকা থেকে ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীক আটক করেছে র‍্যাব-২। গাঁজা ছাড়া তাদের কাছ থেকে একটি পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার হুমায়ুন (৪৫), জামাল হাসান ওরফে শাহ আলম (৩৬) ও ঝালকাঠির শহীদুল ইসলাম (৩৫)।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল মালিক জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল জানতে পারে, ব্রাহ্মণবাড়ীয়া থেকে একটি পিকআপে করে গাঁজার একটি বড় চালান ঢাকায় আসছে। ওই তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে খিলক্ষেতের পুড়াতলী এলাকায় মাফি এসি ইলেকট্রিক অটোমোবাইলসের সামনে চেকপোস্ট বসানো হয়। রাত পৌণে ১০টার দিকে চেকপোস্টে পিকআপটি থামার সিগন্যাল দেওয়া হয়। কিন্তু পিকআপটি থামিয়ে আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। প্রথমে অস্বীকার করলেও ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাঁজার বিষয়ে তারা তথ্য দেয়। এরপর তাদের দেওয়া তথ্যে পিকআপের পিছনের বডির লোহার পাতের নিচে বিশেষ কায়দায় লুকায়িত স্কচটেপ দিয়ে মোড়ানো ৩০প্যাকেট গাঁজা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন ধরে পিকআপে করে ব্রাহ্মণবাড়ীয়া থেকে গাঁজা ক্রয় করে বিভিন্ন মালামাল পরিবহনের আড়ালে কৌশলে এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়