শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫২ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একতরফা উপজেলা নির্বাচন বর্জনের অঙ্গীকার ও প্রতিহত করার ঘোষনা দিল বগুড়া বিএনপি

আরএইচ রফিক: একতরফা উপজেলা নির্বাচন বর্জনের অঙ্গীকার ও প্রতিহতের ঘোষনা দিয়েছে বগুড়া বিএনপি। সেই সাথে মনোনয়ন দাখিলকারী বিএনপি নেতার্মীদের মনোনয়ন প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করে যদি কেউ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নওয়াববাড়ীস্থ দলীয় কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, ফজলুল বারী বেলাল, আলী আজগর হেনা, জানে আলম খোকা, আব্দুল মুহিত তালুকদার, এম আর ইসলাম স্বাধীন, শ্রী পরিমল চন্দ্র, তৌহিদুল আলম মামুন, সিপার আল বখতিয়ার, রাফিউল ইসলাম রুবেল প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি এই অবৈধ সরকার আর মেরুদন্ডহীন নির্বচির কমিশনের অধীনে উপজেলা নির্বাচনে অংশগ্রহন করবেনা মর্মে সিদ্ধান্ত নিয়েছে। তারপরেও দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদেরকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহনের জন্য কেন্দ্রিয় কমিটির কাছে তালিকা প্রেরন করা হবে।

অপরদিকে বগুড়া শহর বিএনপির কার্যালয়ে উপজেলা নির্বাচনের প্রার্থীদের পক্ষে সভা করায় শহর বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদককে কারন দশানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে এ সংক্রান্ত জবাব দাখিল করতে বলা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন আহসানুল তৈয়ব জাকির, মতিয়ার রহমান মতি, ডাঃ মামুনুর রশিদ মিঠু, কামরুজ্জামান রাফু, তাহাউদ্দিন নাহিন, এ্যাডঃ নাজমূল হুদা পপন, শহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, দেলোয়ার হোসেন পশারী হিরু, সাইদুজ্জামান সাকিল, ফারুকুল ইসলাম ফারুক, আব্দুল গফুর দারা, জাহাঙ্গীর আলম, খাদেমূল ইসলাম খাদেম, শাহবুল আলম পিপলু, আমিরুল ইসলাম, মাসুদ রানা, হাসানুজ্জামান পলাশ, শফিক‚ল ইসলাম শফিক, আবু হাসান, আলীমুর রাজী তরুণ, আব্দুল মোমিন, আবু জাফর জেমস, সোহেল রানা, রবিউল আওয়াল, বেলাল হোসেন নান্নু, আবু সালেহ নয়ন, আকরাম হোসেন, ফার্মা রফিকুল ইসলাম, লিটন শেখ বাঘা, জাহাঙ্গীর সওদাগর, জহুরুল ইসলাম পলাশ, মোশারফ হোসেন স্বপন, আমিনুর মাস্টার, কাজী রশিদ, অধ্যক্ষ রফিকুল ইসলাম, সুজাদ্দৌলা সঞ্জু, লুৎফুল হায়দার রুমি, হাসান মারুফ শিমূল, শামীম আক্তার পলিন, দুখু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়