শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০০ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২৮ ফেব্রুয়ারি

সানজানা শ্রুতি: ‘সহিংসতার বিরুদ্ধে সোচ্চার, মানবতার শক্তিতে উজ্জ্বীবিত হও’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন-২০১৯। আগামী ২৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলনের উদ্বোধন করা হবে। সম্মেলনটি চলবে ৩ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির উপদেষ্টা শাহ আজম শান্তনু এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চার দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের ৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী ও ২৫ জন বিচারক অংশ গ্রহণ করবেন। এছাড় সম্মেলনে অংশগ্রহণকারীদের নিয়ে ৮টি কমিটি গঠন করা হবে।’

কমিটি গুলো হলো-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি, আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর ও আন্তর্জাতিক সমুদ্র সংস্থা।

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের ৮টি স্থানে কমিটি সেশন পরিচালিত হবে। অংশগ্রহণকারীরা বিতর্ক, সমালোচনা ও আলোচনার মাধ্যমে খসড়া প্রস্তাবনা প্রস্তুত করে আগামী ৩ মার্চ সম্মেলনটির সমাপনী পর্বে উপস্থাপন করবেন। এছাড়া আগামী ২ মার্চ টিএসসিসিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ইমরুল হাসান ও সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়