শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫২ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে কোরআন বিক্রির ব্যাপারে সতর্কবাণী মালয়েশিয়ার

আল-আমিন : মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছে, যদি কেউ অনুমতি ব্যতীত অনলাইনে কুরআন বিক্রি করে, তাহলে তাকে আর্থিক জরিমানা অথবা কারাদণ্ডে দণ্ডিত করা হবে। বার্তা সংস্থা ইকনা বলছে, অনলাইনে কুরআন বিক্রয়ের ব্যাপারে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক ও আইন প্রয়োগকারী কর্মকর্তা বলেছেন, অনলাইনে যে সকল কুরআন বিক্রয় করা হচ্ছে তার মধ্যে অধিকাংশ কুরআন প্রতিবেশী দেশ থেকে এদেশে প্রবেশ করছে। গুণগত মান বজায় না রেখে পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি প্রিন্ট করা হচ্ছে।

তিনি বলেন, গবেষণা দেখায় যে, বিক্রেতারা প্রতিবেশী দেশ থেকে পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি এদেশে প্রবেশ করাচ্ছে। এর মধ্যে অধিকাংশ পাণ্ডুলিপির আমদানি লাইসেন্স নেই। সুতরাং এ সকল পাণ্ডুলিপি সম্পর্কে আমার কোনও নিরীক্ষণ করতে পারছি না। সৌদি আরবের মুদ্রণকে অনুসরণ করে মালয়েশিয়ায় কুরআন মুদ্রণ করা হয়। অর্থাৎ ওসমান তাহা বর্ণমালায় মালয়েশিয়ায় কুরআন প্রিন্ট করা হয়। তবে প্রতিবেশী দেশে মুদ্রণের মান ভিন্ন। এমন কি অঞ্চল লেখার ডিজাইন, হারকাত এবং ওয়াকফ ও এবতেদা’র চিহ্নসমূহও ভিন্নপন্থায় লেখা হয়েছে।

তিনি অনলাইন বিক্রেতাদের সতর্ক করে বলেছেন, যারা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কুরআন বিক্রি করবে, তাদেরকে ১৯৮৬ সালের কুরআন প্রিন্ট আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করা হবে। এই আইন অনুযায়ী, এ ধরণের বিক্রেতাদের ২০ হাজার রিংগিত (মালয়েশিয়ার অর্থ) পর্যন্ত জরিমানা অথবা পাঁচ বছর জেল হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়