শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৩ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে রাখাইনের সবাইকে প্রবেশের অনুমতি দিতে হবে : পেনি মোডানট

তরিকুল ইসলাম : ঢাকা সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মোডানট বলেছেন, মিয়ানমারে রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সবাইকে সেখানে প্রবেশের অনুমতি দিতে হবে। অনুমতি পাওয়ার জন্য ও রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারে প্রতি সকল ধরনের চাপ অব্যাহত রয়েছে। আমি আশাবাদী যে, সেখানে প্রবেশের অনুমতি পাওয়া যাবে।

মঙ্গলবার রাষ্ট্রিয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মোডানট। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর আগে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে তাদের নাগরিক অধিকার দিয়ে প্রত্যাবাসন নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ কাজ। যেটা নিয়ে অঅমরা কাজ করছি। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক দপ্তরের সঙ্গে বাংলাদেশ কাজ করছে।

বাংলাদেশের একাধিক ক্ষেত্রের উন্নয়নের জন্য, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত সমর্থন রেখেছে। যা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করছে। বিশেষ করে জনস্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে ঢাকাকে সহায়তা করবে লন্ডন। এই খাতের উন্নয়নে গবেষণা থেকে শুরু করে উদ্ভাবন সংক্রান্ত কর্মকা- চালানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়