শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসিলায় বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানে বাধা; আটক ছাত্রলীগ নেতা মুচলেকায় মুক্ত

সুজন কৈরী : বুড়িগঙ্গা নদীর বসিলা অংশে বিআইডব্লিউটিএর খাল উদ্ধার অভিযানে বাধা দেয়ার অভিযোগে আসাদুজ্জামান তালুকদার লাবু নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। পরে স্বজনদের জিম্মায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় তাকে।

মঙ্গলবার দুপুরে বসিলা আমিন মোমিন হাউজিং এলাকায় উচ্ছেদ অভিযানকালে এ ঘটনা ঘটে। আসাদুজ্জামান তালুকদার লাবু মাদারীপুরের কালকিনি পৌর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযান চলাকালে তালুকদার নামে এক ‍যুবক নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয়ে বাধা দেয়ার চেষ্টা করেন। তিনি দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই সময় আরো কয়েকটি মোটরসাইকেলে চড়ে কয়েকজন যুবক আমিন মোমিন হাউজিংয়ের গেটে অবস্থান করছিল। সরকারি কাজে বাধা দেওয়ায় ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তালুকদারকে আটক করা হয়। তাকে আটকের পর গেটে থাকা যুবকরা সড়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা বেলা একটার দিকে অভিযান শুরু করি। এ সময় একজন যুবক এসে কাজে বাধা দেন এবং দায়িত্বে থাকা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তাকে আটক করা হয়। এরপর দতার স্বজন ও বন্ধুরা এসে বলেন, তালুকদারের মানসিক সমস্যা রয়েছে। এ কারণে মুচলেকা রেখে স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়