শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া দুর্নীতি দমনে শতভাগ সফলতা আনা কখনোই সম্ভব নয় বলে মনে করেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

সৌরভ নূর : লোভের জিহ্বা কেটে দেবে দুদক, ঘোষণা দিয়ে দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান। ্এই প্রসঙ্গে কল্যাণ পার্টির চেয়ারম্যান মে.জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, রাষ্ট্রের কাঠামো সুদৃঢ় করতে দুর্নীতি দমন করা অতি প্রয়োজনীয় এবং জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য বিষয়। তবে আমাদের মতো তৃতীয় বিশে^র বা উন্নয়নশীল দেশে শতভাগ দুর্নীতি দূর করা অসম্ভব। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা দুনীতির অনুকূলে রয়েছে। ক্রমে ক্রমে গত ৫০-৬০ বছর ধরে আমাদের দেশ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এখন দুর্নীতিকে দমন করতে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরই।
এই প্রতিবেদকের সাথে আলাপকালে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আরও বলেন, আমি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের এই প্রচেষ্টা এবং আন্তরিকতাকে সম্মান ও স্বাগতম জানাই। কিন্তু এই ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, সহযোগিতা না আসে তবে শতভাগ সফলতা কখনোই আসবে না। এজন্যই দরকার দুর্নীতি যারা করেছেন তাদের মধ্যে যেমন চুনোপুঁটি আছে তেমনি রাঘব বোয়ালসহ রাজনীতির মাঠের সিংহও রয়েছে। ফলে এসব সিংহদের ধরা সম্ভব নয়, যতোক্ষণ না রাজনৈতিকভাবে গ্রিন সিগন্যাল দেয়া হচ্ছে। বিষয়টা যেহেতু আর্থিক সেক্টরের তাই হুমকি-ধমকি না দিয়ে দুদকের উচিত হবে শক্তি সঞ্চয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা। বড়দের ধরতে পারলে ছোটদের ধরা কঠিন কোনো ব্যাপার হবে না বলে মনে করেন এই রাজনীতিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়