শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামরুর গবেষণার ফলাফল পলিসি তৈরিতে কাজে আসবে : সেলিম রেজা

তরিকুল ইসলাম : জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা বলেছেন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) গবেষণার ফলাফল আমাদের পলিসি তৈরিতে কাজে আসবে। আমরা অন্যান্য দেশ থেকে এ ক্ষেত্রে এক ধাপ এগিয়ে আছি।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বোয়েসেল এবং জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার কৌশলপত্রের খসড়া প্রতিবেদন নিয়ে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে এ কথা বলেন।

সেলিম রেজা বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আগে বিএমইটির সঙ্গেই ছিল। এখন আইন করে একটি প্রতিষ্ঠান করা হয়েছে। আমাদের যে ওয়েল ফেয়ার ফান্ড করা হয়েছে, সেটা শুধুমাত্র যারা বিদেশ যায় তাদের অবদান। এখানে আর কারও কোনও অবদান নেই। অন্যান্য দেশে দেখলাম সরকার সাহায্য করে, রিক্রুটিং এজেন্সি সাহায্য করে। কাজেই এখানে সরকার কিংবা রিক্রুটিং এজেন্সি থেকেও নেওয়া যায় কিনা সেটা ভেবে দেখা হবে।

তিনি বলেন, এলজি স্যামসাংয়ের মতো কোম্পানিকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে তারা যদি আমাদের এখানে দক্ষ শ্রমিক তৈরি করে তাহলে উভয়েই উপকৃত হবো। তারা আমাদের প্রশিক্ষণ সেন্টারগুলো পরিদর্শন করে দেখেছে। এরপর এলজি নিজস্ব টাকায় আমাদের ওয়ার্কশপ তৈরি করে দিয়েছে কারণ তাদেরও কর্মী প্রয়োজন। প্রথম ব্যাচে ২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা সবাই এখন এলজিতে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়