শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩১ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক পেজ বন্ধ হওয়ায় ক্ষুদ্ধ চ্যানেল আরটি

দুর্জয় চক্রবর্তী : রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরটি পরিচালিত একটি জনপ্রিয় পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক। এর ব্যাপারে সোমবার নিজেদের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চ্যানেল কর্তৃপক্ষ বলেছে, এ পদক্ষেপ গণমাধ্যমের অধিকারের উপর একটি নগ্ন হামলা। এএফপি
আরটির এডিটর-ইন-চিফ মার্গারিটা সিমোন্যায়ান তার টেলিগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘ইন দ্যা নাউ’ নামে ইংরেজিতে আমাদের একটি সহায়ক প্রকল্প ছিল। জনপ্রিয় এ প্রকল্পটির শুধুমাত্র ফেসবুক পেজেই ২৫০ কোটি দর্শনার্থী এবং ৪০ লাখ ব্যবহারকারী ছিল।’ প্রকল্পটি রাশিয়ার সরকারি খরচে পরিচালিত হচ্ছে এ মর্মে সিএনএনে একটি রিপোর্ট প্রচারিত হলে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন সিমোন্যায়ান।
তিনি আরো বলেন, ‘আমরা রাশিয়ার অর্থায়ন সম্বন্ধে পেজটির ব্যবহারকারীদের কোন তথ্য দিয়েছি কি না এটা কোন ইস্যু হতে পারে না। কারণ আমরা ফেসবুকের কোন নিয়ম ভঙ্গ করিনি।’
ক্রেমলিনের কাছ থেকে মন্তব্য চাওয়া হলে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ফেসবুককে অবশ্যই আরটিকে পেজ বন্ধ করার যথার্থ কারণ দর্শাতে হবে।’ গত মাসে ফেসবুক কর্তৃপক্ষ জানায় তারা ‘সমন্বিত অনির্ভরযোগ্য আচরণের’ অভিযোগে রাশিয়াভিত্তিক ৫০০ এরও উপরে ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়