শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৭ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ৩০টিরও বেশি প্রকল্পে বিনিয়োগ করবে সৌদি আরব

দুর্জয় চক্রবর্তী: বাংলাদেশের ত্রিশটিরও বেশি প্রকল্পে কয়েকশ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব। যার মধ্যে লালমনিরহাট জেলায় একটি বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র নির্মানও রয়েছে বলে জানা গেছে। দ্যা ডেইলি স্টার

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এ পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। আগামী মাসে দেশটির শীর্ষ পর্যায়ের দুই মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। এ সফরে কয়েকশ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সৌদি প্রতিনিধি দলটির। গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর এ সংক্রান্ত অগ্রগতি সাধন হয়। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপটমেন্ট অথোরিটি (বিডা) কর্তৃপক্ষ বলে, তেল সমৃদ্ধ দেশটি বাংলাদেশের বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করতে চায়। যার মধ্যে তেল, গ্যাস. জ্বালানি, সার, সিমেন্ট, সৌরশক্তি এবং ভৌত কাঠামো বিশেষভাবে উল্লেখযোগ্য। গত মাসে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মশি বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রনালয়কে বিনিয়োগের ক্ষেত্রে সৌদি বিনিয়োগকারীদের পছন্দের ক্ষেত্রগুলোর তালিকা পাঠান। বিডার নির্বাহী চেয়ারম্যান কাজি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘সৌদি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিনিয়োগের জন্য সম্ভাব্য ৩০ থেকে ৩৫ টি প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। তবে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করা হতে পারে তা এ মুহূর্তে বলা কঠিন।’ প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত সৌদি প্রতিনিধিদলের বৈঠকের পরই জানা যাবে বলে তিনি জানিয়েছেন। সৌদি প্রতিনিধিদলের সফর সফল হলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফর করতে পারে বলে জানিয়েছেন আমিনুল।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে পাঠানো প্রকল্পের বিস্তারিত প্রস্তাবনায় দেখা যায়, উপসাগরীয় দেশটির সরকার ও বোয়িং কোম্পানির যৌথ মালিকানাধীন সৌদি আরবের একমাত্র বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র ‘আল সালাম এরোস্পেস’ লালমনিরহাটে একই ধরণের একটি মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র নির্মানে আগ্রহী।

এ প্রকল্পগুলো ছাড়াও পুঁজিবাজারে ও শিল্পখাতে বিনিয়োগের জন্য আরো একশ কোটি ডলারের বিনিয়োগ সহায়তা চাইবে বাংলাদেশ। স¤পাদনা : নূর মাজিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়