শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৪ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ ১৮ বছর পর ও পিয়ার ঘরে আসিফ

বিনোদন প্রতিবেদক: বাংলা অডিও গানের যুবরাজ সংগীতশিল্পী আসিফ আকবর ২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’ শিরোনামের গানটি গেয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পান। গানটির গীতিকার, সুরকার ও সংগীতায়োজক ছিলেন ইথুন বাবু। তারপর কেটে গেছে দীর্ঘ ১৮ বছর কিন্তু আর একসঙ্গে কাজ করেননি আসিফ ও ইথুন বাবু। সম্প্রতি ইথুন বাবুর সুর-সঙ্গীতে গাইলেন আসিফ। অর্থাৎ ‘ও পিয়ার ঘরে’ আবারও আসিফ আকবর।

এই গানে ১৮ বছরের কষ্টগুলোই ওঠে এসেছে। গানের শিরোনাম শোনে শ্রোতাদেরও তা বোঝতে সময় লাগবে না। গানের শিরোনাম ‘চুপচাপ কষ্টগুলো’। গানটির সঙ্গীতায়োজনে ইথুন বাবুকে সহযোগিতা করেছেন রোজেন।

এরই মধ্যে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। আর এই মিউজিক ভিডিওতে আসিফের সাথে দ্বিতীয় বারের মতো জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বহুল আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল। গানটির কথা-সুর ও সঙ্গীতায়োজনের পাশাপাশি গানের ভিডিও নির্মাণও করেছেন ইথুন বাবু। কোরিওগ্রাফি করেছেন হাবিব।

নতুন এ গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘দীর্ঘ ১৮ বছর তার সাথে আমার অভিমান। তবে ১৯ বছরে এসে তা ভেঙে নতুন করে গান শুরু করছি। ভালো লাগাটা একেবারেই অন্যরকম। আমার প্রথম দিকের জীবনের শুরুটা তারই হাত ধরে। তাই তো অভিমান নয় এবার একসাথে নিয়মিত কাজ করতে চাই আমরা। এককথায় নতুন এই গানটি দর্শক-শ্রোতাদের জন্য একটা চমকই বলা যায়।

এ প্রসঙ্গে ইথুন বাবু বলেন, আমি নিয়মিত গান তৈরি করলেও আসিফের সঙ্গে দীর্ঘ ১৮ বছর কোনও কাজ করা হয়নি। অনেক দিন পর দুই ভাই একসঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি আসিফের গাওয়া গানটি সবার ভালো লাগবে।

আগামী রোববার (২৪ ফেব্রুয়ারি) ধ্রুব মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। ভিডিওর পাশাপাশি ‘চুপচাপ কষ্টগুলো’ শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বালালিংক ভাইবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়