শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৮ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে ছাত্রলীগ কর্তৃক সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

জয়নুল হক, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগ কর্তৃক সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোটের ব্যানারে বেলা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক জোট এর আহবায়ক জাহিদুল ইসলামের সাদেকের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জবি সাংবাদিক সমিতির সেক্রেটারি প্রতিনিধি হুমায়ুন কবির হিমু, যুগ্ন সাধারণ সম্পাদক ফারহানা রাহি, জবি প্রেসক্লাবের সেক্রেটারি দিপু রায়হান, সাংবাদিক জোটের সদস্য সচিব রবিউল আলমসহ অন্যান্য বক্তরা।

এসময় জবিসাসের সেক্রেটারি হুমায়ুন কবির হিমু তার বক্তব্যে বলেন, সাংবাদিক সহ সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক হল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তারা সেখানে শিক্ষার্থীদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নিবে। কিন্তু গতকাল ছাত্রলীগ কর্তৃক সাংবাদিকদের উপর যে নির্মম হামলা হয়েছে। সেখানে জবি প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।

জবি প্রেসক্লাবের সেক্রেটারি দিপু রায়হান বলেন, কর্তৃপক্ষের অসচেতনতা এবং অবহেলার কারনেও ক্যম্পাসে কিছু উগ্র শিক্ষার্থী সুযোগ পেয়ে যায়। কর্তৃপক্ষ যদি অপরাধীদের বিরুদ্ধে এখনি কোনো পদক্ষেপ গ্রহন না করে তাহলে আমরা আরো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের রহস্যজনক ভূমিকার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধন শেষে সাংবাদিকগণ কালো ব্যাজ ধারণ  করে পুরো ক্যাম্পাসে মৌন মিছিল করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়