শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে গুড়িয়ে দিয়ে রেকর্ড গড়ার স্বপ্ন টেলরের

এল আর বাদল : একটি বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবেন নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটসম্যান রস টেলর। তিনি চাইছেন, মাশরাফি সেনাদের মাথায় কাঠাল ভেঙে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড গড়তে। তবে রস টেলরের স্বপ্ন কতোটা সফল হবে সেটাই দেখা যাবে মাঠের খেলায়।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এবার লক্ষ্য হোয়াইটওয়াশের। আগামীকাল বাংলাদেশ সময় (আজ দিবাগত) ভোর চারটায় ডানেডিনোতে হোয়াইটওয়াশের লক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে নিউজিল্যান্ড। আর এই ওয়ানডেতেই রস টেলরের সামনে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহের মাইলফলক। আর মাত্র ৫১ রান করলে তিনি পিছনে ফেলবেন কিউইদের সাবেক ব্যাটসম্যান স্টিফেন ফ্লেমিংকে।

২৭৯ ম্যাচ খেলে ফ্লেমিংয়ের সংগ্রহ ৮ হাজার সাত রান। আর টেলরের সংগ্রহ ২১৭ ম্যাচে ৭ হাজার ৯৫৭ রান। সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটিও টেলরের ঝুলিতে।

ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ২০টি সেঞ্চুরি ও ৬৬টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। রেকর্ড সর্ম্পকে টেলর বলেন, আপনি যখন প্রচুর ম্যাচ খেলবেন রেকর্ড নিজে নিজে আপনার কাছে আসবে। ফ্লেমিংকে দেখে আমরা বড় হয়েছি। আমার মেন্টর মার্টিন ক্রো বলতেন, সব সময় রেকর্ড গড়ার চেষ্টা কর। ২০০৬ সালে ফ্লেমিংয়ের অধীনে অভিষেক হয় রস টেলরের। কিউইদের এই তারকা ব্যাটসম্যান আরো বলেন, রেকর্ড গড়া হয় অন্যজন সেটা ভাঙার জন্যে। আমি যদি বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ডটা গড়তে পারি, সেটা যেনো কেন উইলিয়ামসন কিংবা মার্টিন গাপটিল ভাঙতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়