শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি জয়ের খোঁজে যত অপেক্ষা মাশরাফিদের

শিউলি আক্তার: এর আগে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে সেটা নিউজিল্যান্ডের মাটিতে নয় ঘরের মাঠেই। অক্টোবর ২০১০ সালে ৪-০ এবং নভেম্বর ২০১৩ সালে ৩-০ তাদেরকে ঘরের মাঠেই পরাজিত করে স্বাগতিক বাংলাদেশ।

এছাড়া ২০১৭ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে টাইগাররা হারিয়েছিল কিউইদের। এর ঠিক দু’সপ্তাহ বাদে ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব-মাহমুদউল্লাহর ব্যাটিং বীরত্বে হার মেনেছিল নিউজিল্যান্ড দল।

কিন্তু নিউজিল্যান্ডে পাঁচবার সফর করেও এখন পর্যন্ত কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এই ব্যর্থতা কিসের সেটা বাংলাদেশ দলের টপ হিটার ব্যাটসম্যান তামিম ইকবালেরও অজানা। তিনি বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে পাঁচবার সফর করেছি কিন্তু কেন জিততে পারছিনা তার কারন খুঁজে পাচ্ছিনা।’

চলতি মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ। ইতিমধ্যে দু’টি ওয়ানডে ম্যাচ খেললেও একটি ম্যাচও জিততে পারেনি তারা। টপ অর্ডার ব্যাটসম্যান ব্যাট হাতে ব্যর্থ বোলাররা বল হাতে। ব্যাট হাতে একমাত্র মোহাম্মদ মিঠুন সফল। ব্যাক টু ব্যাক ফিফটি করেছেন তিনি।

টাইগারদের এই ব্যর্থতা নিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, টানা খেলার জন্যই তাদের এই ব্যর্থতা।

বুধবার ভোর ৪টায় শেষ ওয়ানডে খেলার জন্য মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। এই ম্যাচ হারলে বাংলাদেশ হোয়াইটওয়াশ হবে যাবে কিউইদের কাছে। শেষ ওয়ানডের আগে সাংবাকিদের মাশরাফি বলেন, ‘আমি যতদূর জানি এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো। এখানে ভালো করতে হলে তিনশ’র উপরে রান করতে হবে। আমর এমন স্কোর করার চিন্তা ভাবনা করছি, ভালো পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে আমাদের।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়