শিরোনাম
◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৫ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে ধরলার ভাঙ্গনে হারিয়ে যাচ্ছে আবাদি জমি ও বসতবাড়ি

জাবের হোসেন: শুকনো মৌসুমেও লালমনিরহাটে ধরলা নদীতে ভাঙন অব্যাহত রয়েছে। এত চলতি মৌসুমে চওরাটারি, দিঘলটারী, কর্ণপূর ও কুরুল গ্রামের প্রায় ২০০ বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতিনিয়ত বিলীন হচ্ছে ফসলী জমি। নদী তীরের মানুষের শেষ সম্বল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সিসি বøক ও বালুর বস্তা ফেলার পাশাপাশি বরাদ্দ পেলে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। সময় টিভি

এলাকাবাসী বলেন, ধরলার ওপারে ভারতের কুচবিহার জেলার গিতালদহ অঞ্চলের ঝারিধল্লা, ঘোষপাড়া ও দরিবস গ্রামে রক্ষায় বাঁধ দেয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে বাংলাদেশ অংশে ভাঙনের সূত্র পাত হয়। এতে চরম আতঙ্কে আছেন তারা। তারা আরো বলেন, অনেক ঘর বাড়ি নদীতে ভেঙে গেছে। আমরা ভাঙনের কারনে অসহায় হয়ে পড়েছি।

নদী তীরের অসহায় মানুষের দুর্দশা লাঘবে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার জনপ্রতিনিধি। মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবীব বলেন, চওরাটারি নামের একটি গ্রামে বেশ ভাঙন হচ্ছে। এই ভাঙন রোধে কাজ করা না গেলে মোগলার বাজার এবং আগে যে কাজগুলো করা হয়েছে সেগুলোও নষ্ট হয়ে যাবে।

পানি উন্নয়ন বোর্ড নিবাহী প্রকৌশলী মো.আবদুল্লাহ আল মামুন বলেন, করুল এলাকায় ছয়শ মিটার কাজ বাস্তবায়ন করা হবে। বাকি জায়গায়র কাজ বাস্তবায়ন করার জন্য প্রকল্প প্রস্তুত করছি। এই প্রকল্প অনুমোদিত হলে আমরা কাজ করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়