শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৬ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়েকজন অস্ত্রধারী মার্কিন নাগরিককে আটক করেছে হাইতি

আব্দুর রাজ্জাক : হাইতিতে গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকার বিরোধী আন্দোলন চলছে। সেখানে মাঝে মাঝেই দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মইসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয় এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্তের দাবি করা হচ্ছে। হাইতির এমন পরিস্থিতির মধ্যেই দুইজন হাইতির নাগরিক সহ বেশ কয়েকজন বিদেশীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। ইয়ন, বিবিসি, টাইম

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনের মধ্যেই সোমবার বিদেশী নাগরিকদের অস্ত্রসহ আটকের খবর দিলো স্থানীয় গণমাধ্যমগুলো।

একদল অস্ত্রধারীকে গত রোববার রাতে আটক করেছে এই ক্যারিবিয়ান দেশটির পুলিশ। এই দলের মধ্যে একজন দেশটির নাগরিক ও বাকি ৭ জন বিদেশী বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে। বিদেশীদের মধ্যে রয়েছে একজন সার্বিয়ান নাগরিক এবং বাকিরা মার্কিন নাগরিক বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

আটক বিদেশী নাগরিকদের থেকে রাইফেল, পিস্তল, ড্রোন এবং স্যাটেলাইট ফোন পাওয়া গেছে বলে পুলিশের বরাতে দেশটির লে নৌভেলিস্তে পত্রিকা জানিয়েছে।

এদিকে এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যে, হাইতিতে একদল অস্ত্রধারী আটক হয়েছে যাদের কাছে সেমি অটোমেটিক গান পাওয়া গেছে। তাদের মধ্যে ৫জন মার্কিন নাগরিক রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়