শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১২ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইপ লাইনে দুর্ঘটনা ও মেরামত করার জন্য গ্যাস না থাকা এখন নিয়মিত ঘটনা

নুর নাহার : পাইপ লাইনে দুর্ঘটনা ও মেরামত করার জন্য গ্যাস না থাকা এখন নিয়মিত ঘটনা। রাজধানীতে প্রায়ই সাময়িকভাবে গ্যাসের সরবরাহ বন্ধ থাকে। মোট্রোরেলের নির্মাণকাজে গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আজও ১২ ঘণ্টার জন্য রাজধানীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ডিবিসি নিউজ।

রাজধানীতে প্রায়ই সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। এতে বাড়ছে গ্রাহক ভোগান্তি। পাইপ লাইনে দুর্ঘটনা ও মেরামত কাজের জন্য গ্যাস না থাকাটা এখন প্রায় নিয়মিত ঘটনা। গেল ৬ মাসে গ্যাস শাটডাউন হয়েছে অন্তত ১৫ বার। কিন্তু দীর্ঘ সময় সরবরাহ লাইনে গ্যাস না থাকার ফলে যে ক্ষতি ও ভোগান্তি হয় তার কোনও ক্ষতিপূরণ দেয় না তিতাস কর্তৃপক্ষ।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাব মনে করে, কখনো রক্ষণাবেক্ষণের নামে, কখনো কম চাপে কম গ্যাস দিয়ে অবৈধ মুনাফা লুটছে তিতাসে একটি চক্র। এসবের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, তৃতীয় কোনো পক্ষকে দিয়ে জরিপ চালাতে হবে এবং এর প্রতিকার কি তা নির্ধারণ করতে হবে। মেট্রোরেলের কারণে যদি দিনের পর দিন গ্যাস বিভ্রাটের শিকার হতে হয় তাহলে মানুষের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে।

তিতাসের বিরুদ্ধে অভিযোগ আছে, গ্যাসের চাপ কম থাকার ফলে বেশিরভাগ গ্রাহক মাসে ২২ থেকে ৩০ ইউনিটের বেশি গ্যাস পান না। অথচ দুই চুলার একজন গ্রাহককে তিতাসে মাসে বিল দিতে হয় ৮৫০ টাকা। অধ্যাপক শামসুল আলম জানান, একজন গ্রাহক মাসে সাড়ে ৮শ টাকা বিল দেবেন বিনিময়ে ৮৮ ইউনিট গ্যাস পাবেন কিন্তু তারা সাড়ে ৮শ টাকা নিলেও সে পরিমাণ গ্যাস দিচ্ছে না। তার মানে এটা বড় ধরনের প্রতারণা করা হচ্ছে গ্রাহকদের সাথে।তবে, ক্যাবের এসব অভিযোগকে খুব একটা আমলে নিতে চায় না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাস এর পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক আবদুল ওহাব তালুকদার বলেছেন, ক্যাব যা বলেছে তার সাথে আমরা দ্বিমত পোষণ করছি। কারণ এরকম অবস্থা চলবে না। আমাদের ২ লাখ প্রিপেইড মিটারের ইন্সটলেশন চলছে। এরমধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তার সাথে গ্যাস সরবরাহ ব্যবস্থা উন্নয়ন করার জন্য নতুন পাইপ লাইন বসানোর পরিকল্পনা চলছে।

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে সেগুলো হলো : রাজধানীর, ধানমন্ডি, মোহাম্মদপুর, গণভবন, জাতীয় সংসদ ভবন, আগারগাঁও, কলাবাগান, মণিপুরীপাড়া, মিরপুর, শ্যামলী, হাজারীবাগ, পুরান ঢাকার সব এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিনরোড, সেগুনবাগিচা, সিদ্ধেশ্বরী, মগবাজার, মিন্টো রোড, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, নন্দীপাড়া, খিলগাঁও, তেজগাঁও, বাসাবো, মিতিঝিল এবং কমলাপুরের কাছাকাছি এলাকায়।
সম্পাদনায় : রেজাউল আহ্সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়