শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৫ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ ম্যাচে তিনশ’র বেশি রান চান মাশরাফি

নিজস্ব প্রতিবেদক: নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দল কোন সুবিধায় করতে পারছে না। প্রথম দুই ওয়ানডেতে ২৫০'র কাছেও যেতে পারে নি বাংলাদেশ। তাই সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় থাকা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির চাওয়া শেষ ওয়ানডেতে স্কোরবোর্ডে রান হোক তিনশ’র উপর।

ডুনেডিনের উইকেট বরাবরই কথা বলে ব্যাটসম্যানদের পক্ষে। পূর্বে এখানে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। সেই অভিজ্ঞতাই শেষ ওয়ানডেতে কাজে লাগাতে চান অধিনায়ক মাশরাফি। ডুনেডিনের মাঠে রান করা সহজ কারণ বাউন্ডারি লাইন বেশী বড় নয়, সেই সঙ্গে উইকেট থেকে ব্যাটসম্যানরা বেশী সুবিধা পান।
তৃতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি যতদূর জানি এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো। এখানে আমরা টেস্ট ম্যাচ খেলেছিলাম, ভালোই ব্যাটিং করেছিলাম তখন। যদিও সেটা টেস্ট ম্যাচ ছিল। এখানে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড খেলেছিল। ৩৩৫ রানের লক্ষ্য ৪৫ ওভারের মধ্যে তাড়া করেছিল দলটি। আমরা আশা করছি উইকেট ব্যাটিং সহায়ক হবে। আমরাও এমন স্কোর করার চিন্তা ভাবনা করছি, ভালো পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে।'

এদিকে শেষ ওয়ানডেতে ভালো কিছুর প্রত্যাশা করছেন অধিনায়ক মাশরাফি। দলের ব্যাটসম্যানরা এখনও নিজেদের মেলে ধরতে না পারলেও তাদের ব্যাটের দিকে চেয়ে আছেন টাইগার দলপতি।
প্রথম ওয়ানডের উইকেট ব্যাটিং করার জন্য ভালো থাকলেও দল মানিয়ে নিতে পারেনি বলেই ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি। তবে সব পেছনে ফেলে শেষ ওয়ানডেতে ভালো কিছু করতে চায় টাইগাররা।
মাশরাফির ভাষায়, ‘নেপিয়ারের উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিলো। হয়তো আমাদের মানিয়ে নিতে কিছু সময় লাগছে। তবে এগুলো সবই অজুহাত হিসেবে বিবেচিত হবে যখন আপনি ২-০ তে পরাজিত হবেন। এরপরেও আমি বলবো এমনটা হতেই পারে। আশা করি আগামীকাল আমরা ভালো কিছু নিয়ে আসতে পারবো এবং আমাদের টপ অর্ডার ভালো ব্যাট করবে। মিডল অর্ডারও শেষের দিক ভালো করবে আশা করি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়